বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ২০:০৮

২০২৯ সাল পর্যন্ত বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করলেন ডি জং

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস) : আগামী চার বছরের জন্য বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করেছেন মিডফিল্ডার ফ্রেংকি ডি জং। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত ডি জং কাতালান জায়ান্টদের সাথে থাকছেন। স্প্যানিশ চ্যাম্পিয়নদের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

২৮ বছর বয়সী এই ডাচ মিডফিল্ডার ২০১৯ সালে আয়াক্স থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। এবার নিয়ে কাতালানদের সাথে তিনি সপ্তম মৌসুম কাটাচ্ছেন। এর মধ্যে বার্সার জার্সিতে জয় করেছেন দুটি করে লা লিগা ও কোপা ডেল রে শিরোপা। 

ক্লাবের এক বিবৃবিতে বলা হয়েছে, ‘নিজের গুণ ও অভিজ্ঞতা দিয়ে ক্লাবের বর্তমান প্রকল্পে এই মিডফিল্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বার্সেলোনা আত্মবিশ্বাসী।’ 

ডি জং মাঝে কিছুদিন ফর্মহীনতায় ভুগছিলেন। কিন্তু গত মৌসুমে কোচ হান্সি ফ্লিকের অধীনে মধ্যমাঠে পেড্রি গঞ্জালেসের সাথে জুটি বেঁধে আবারো ছন্দে ফিরেছেন। 

এক সংবাদ সম্মেলনে ডি জং বলেছেন, ‘আমি সবসময়ই বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখেছি। এখন আমি সেই স্বপ্নে বেঁচে আছি। ছোটবেলা থেকেই এই ক্লাবটিকে ভালবেসেছি। আরো অনেক বছর নিজের এই স্বপ্ন বুকে ধারণ করতে চাই। বার্সেলোনার হয়ে আরো অনেক শিরোপা জিততে চাই।’

আগের সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউর সময় বার্সেলোনায় এসেছিলেন ডি জং। ক্লাবের অন্যতম দামী খেলোয়াড় হিসেবেই তিনি যোগ দিয়েছিলে। স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ২০২৬/২৭ মৌসুম থেকে শুরু হওয়া নতুন চুক্তিতে ডি জং বেতন কর্তনের বিষয়টি মেনে নিয়েছেন। 

এ সম্পর্কে গণমাধ্যমে ডি জং বলেছেন, ‘আমি কত আয় করি সে সম্পর্কে বলতে চাচ্ছিনা। অনেকেই এই বিষয়টি নিয়ে নানা কথা বলেছে। কিন্তু আমি মনে করি আমি ইতোমধ্যেই অনেক কিছু অর্জণ করে ফেলেছি।’

২০২২ সালে আর্থিক সমস্যার কারনে ডি জংকে ছেড়ে দেবার চেষ্টা করেছিল বার্সেলোনা। কিন্তু ২৫০রও বেশী ম্যাচ খেলা ডি জং নিজেকে যোগ্য খেলোয়াড় হিসেবেই প্রমান করেছেন।