শিরোনাম
ঢাকা, ১২ অক্টোবর ২০২৫ (বাসস) : চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখল স্বাগতিক পাকিস্তান। ৯০ ওভারে ৫ উইকেটে ৩১৩ রান করেছে পাকিস্তান।
লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইনিংসের তৃতীয় ডেলিভারিতেই দক্ষিণ আফ্রিকাকে প্রথম সাফল্য এনে দেন পেসার কাগিসো রাবাদা। ২ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার আব্দুল্লাহ শফিক।
শুরুর ধাক্কাটা ভালভাবে সামাল দেন আরেক ওপেনার ইমাম উল হক ও অধিনায়ক শান মাসুদ। ইনিংসের ২৫তম ওভারে দলের রান ১শ’তে নিয়ে যান তারা। এরমধ্যে টেস্টে দশম হাফ-সেঞ্চুরির দেখা পান ইমাম। কিছুক্ষণ পর টেস্টে ১২তম অর্ধশতক পূর্ণ করেন মাসুদও। হাফ-সেঞ্চুরির পর মাসুদ ৬১ রানে এবং ইমাম ৭২ রানে ক্যাচ দিয়ে জীবন পান।
৪৮তম ওভারে ইমাম-মাসুদ জুটিতে ভাঙন ধরান দক্ষিণ আফ্রিকার অফ-স্পিনার প্রেনেলান সুব্রায়েন। ৯টি চার ও ১টি ছক্কায় ৭৬ রান করা মাসুদকে শিকার করেন সুব্রায়েন। ইমামের সাথে দ্বিতীয় উইকেটে ২৮৪ বলে ১৬১ রান যোগ করেন মাসুদ।
মাসুদ ফেরার পর সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন ইমাম। কিন্তু টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত নার্ভাস নাইন্টিতে থামতে হয় তাকে। দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুসামি শিকার হন ৭ চার ও ১ ছক্কায় ১৫৩ বলে ৯৩ রান করা ইমাম।
ইমামের বিদায়ে ক্রিজে এসে প্রথম বলেই আউট হয়ে গোল্ডেন ডাক মারেন সৌদ শাকিল। একই ওভারে ও ১৯৯ রানে জোড়া উইকেট পতনের পর চা-বিরতিতে যায় পাকিস্তান।
বিরতির পর ১৯৯ রানেই আউট হন সাবেক অধিনায়ক বাবর আজম। দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মারের বলে লেগ বিফোর হন বাবর। ৪ চারে ২৩ রান করেন তিনি।
১৯৯ রানে পঞ্চম উইকেট পতনের পর জুটি বাঁধেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। দক্ষিন আফ্রিকার বোলারদের কোন সুযোগ না দিয়ে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছেন তারা। ১৮৪ বল খেলে হার না মানা ১১৪ রান যোগ করেছেন রিজওয়ান ও সালমান। ২টি করে চার-ছক্কায় রিজওয়ান ৬২ এবং সালমান ২ চার ও ১ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার মুথুসামি ১০১ রানে ২ উইকেট নিয়েছেন।