বাসস
  ১১ অক্টোবর ২০২৫, ২০:১০

টানা দ্বিতীয় এনসিএল টি-টোয়েন্টি শিরোপায় চোখ রংপুরের

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : টানা দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসরেরর ফাইনালে খুলনা বিভাগের মুখোমুখি হবে রংপুর বিভাগ।

গত বছর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর বিভাগ। কিন্তু এই বছর ভাগ্যের জোরে প্লে-অফে খেলার সুযোগ পায় তারা। 

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩ উইকেটের জয়ে রান রেটে এগিয়ে থাকার সুবাদে শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট নিশ্চিত করে রংপুর।

প্লে-অফে এলিমিনেটর ম্যাচে ঢাকা বিভাগকে ১ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখে রংপুর। এরপর দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে জায়গা করে নেয় তারা। 

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে জায়গা নেয় খুলনা। শীর্ষে থাকা চট্টগ্রামের সাথে সমান ১১ করে পয়েন্ট ছিল তাদের। কিন্তু রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থান পায় খুলনা। 

প্রথম কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম বিভাগকে বৃষ্টি আইনে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে খুলনা।

লিগ পর্বে শীর্ষে থাকা চট্টগ্রাম প্লে অফে দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। 

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের রংপুর অধিনায়ক আকবর আলী বলেন, ‘আমরা সঠিক সময়ে জ্বলে উঠেছি। আশা করছি, আমরা ফাইনালে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারব এবং টানা দ্বিতীয় ট্রফি জিততে পারব।’

তিনি আরও বলেন, ‘যদিও এটি ফাইনাল, গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা সঠিক পরিকল্পনা নিয়ে খেলতে নামব। যেমন আমরা আগের ম্যাচগুলোতে করেছি এবং আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’