বাসস
  ১১ অক্টোবর ২০২৫, ১৯:২৭

ভারতের রানের পাহাড়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১১ অক্টোবর ২০২৫ (বাসস) : যশ্বসী জয়সওয়ালের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক শুভমান গিল। জয়সওয়াল ও গিলের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৫১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৪০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট হাতে নিয়ে ৩৭৮ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা। 

দিল্লিতে জয়সওয়ালের সেঞ্চুরিতে টেস্টের প্রথম দিন শেষে ২ উইকেটে ৩১৮ রান করেছিল ভারত। জয়সওয়াল ১৭৩ ও গিল ২০ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিন ১৭৫ রানে আউট হন জয়সওয়াল। এরপর ভারতের রানের চাকা সচল রেখে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন গিল। সেঞ্চুরির পথে চতুর্থ উইকেটে নিতিশ কুমার রেড্ডির সাথে ৯১ ও পঞ্চম উইকেটে উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে নিয়ে দলকে ১০২ রান এনে দেন গিল। 

রেড্ডি ৪৩ ও জুরেল ৪৪ রানে আউট হলেও, ইনিংস ঘোষণা পর্যন্ত ১২৯ রানে অপরাজিত ছিলেন গিল। তার ১৯৬ বলের ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা ছিল। ভারতের ইনিংসে বাই ও লেগ বাই থেকে কোন রান আসেনি। ফলে টেস্ট ইতিহাসে বাই ও লেগ বাই ছাড়া এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। আগের রেকর্ডটি ছিল বাংলাদেশের। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে বাই ও লেগ বাই ছাড়া ৫১৩ রান তুলেছিল টাইগাররা। 

ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান ৩ উইকেট নেন। 

নিজেদের প্রথম ইনিংস শুরু করে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১০ রান করে ভারত স্পিনার রবীন্দ্র জাদেজার শিকার হন ওপেনার জন ক্যাম্পবেল। 

দ্বিতীয় উইকেটে ভারতের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে ৬৬ রান যোগ করেন আরেক ওপেনার তেজনারায়ন চন্দরপল ও অ্যালিক আথানাজে। উইকেটে সেট হয়ে বিদায় নেন দু’জনে। চন্দরপলকে ৩৪ রানে জাদেজা এবং আথানাজেকে ৪১ রানে আউট করেন স্পিনার কুলদীপ যাদব। 

আথানাজের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজকে খালি হাতে বিদায় করেন জাদেজা। এতে ১০৭ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম উইকেটে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন শাই হোপ ও তেভিন ইমলাচ। হোপ ৩১ ও ইমলাচ ১৪ রানে অপরাজিত আছেন। 
৩ উইকেট নিয়েছেন জাদেজা।