শিরোনাম
চাঁদপুর, ২২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : দীর্ঘ দুই বছর পর উৎসব মুখর পরিবেশে চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা দল। ম্যাচটিতে ২-১ গোলে ফরিদগঞ্জ মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে।
সোমবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একসময় খেলাধুলা যেভাবে এগিয়ে যাবার কথা ছিলো নানা কারণে সেটা আসলে হয়নি। এ ব্যর্থতা আমাদের সকলেরই নিতে হবে।
জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন পরে হলেও এই টুর্নামেন্ট শুরু হয়েছে। আসলে এটা নামেই জেলা প্রশাসক গোল্ডকাপ, মূলত দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটা মাধ্যম হিসেবে এই টুর্নামেন্ট কাজ করবে। কারণ ক্লাবগুলোই আমাদের ফুটবলারদের নার্সিং করে। এরকম একটা টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবে। আমাদের একটা যাত্রা শুরু হলো। টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্ম বিভিন্ন অনিয়মকে পিছনে ফেলে মাঠমূখী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, পৌর প্রশাসক মো: গোলাম জাকারিয়সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
১৯৮৪ সাল থেকে চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে। সর্বশেষ ২০২৩ সালে ২০তম জেলা প্রশাসক কাপ টুর্ণামেন্ট অনুষ্ঠতি হওয়ার পর দুই বছর বন্ধ ছিলো। এই টুর্নামেন্টে জেলার ৮ উপজেলার ৮টি দল অংশগ্রহণ করছে।