শিরোনাম
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পঞ্চমবারের মত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে বলিউড তারকা শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। গতরাতে সিপিএলের ত্রয়োদশ আসরের ফাইনালে নাইট রাইডার্স ৩ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে।
ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রানের মামুলি সংগ্রহ পায় গায়ানা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন পাকিস্তানের ইফতিখার আহমেদ। এছাড়া ডোয়াইন প্রিটোরিয়াস ২৫ ও বেন ম্যাকডরমেট ২৮ রান করেন।
নাইট রাইডার্সের বাঁ হাতি পেসার সৌরভ নেত্রাভালকার ২৫ রানে ৩ উইকেট নেন।
জবাবে ১১৬ রানে ৭ উইকেট পতনে হারের শঙ্কায় পড়ে নাইট রাইডার্স। ঐসময় জয়ের জন্য ৩ উইকেট হাতে নিয়ে ২২ বলে ১৫ রান প্রয়োজন ছিল তাদের।
অষ্টম উইকেটে ১০ বলে ১৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে নাইট নাইডার্সের শিরোপা নিশ্চিত করেন কেসি কার্টি ও আকিল হোসেন। ১৮তম ওভারের শেষ দুই বলে ছক্কা ও চার মেরে দলকে জয়ের বন্দরে নেন আকিল।
বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৭ বলে অপরাজিত ১৬ রান করে ম্যাচ সেরা হন আকিল। ৩৮৩ রান ও ১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন কাইরন পোলার্ড।
এর আগে ২০১৫, ২০১৭, ২০১৮ ও ২০২০ সালে সিপিএলের শিরোপা জিতেছিল নাইট রাইডার্স।