শিরোনাম
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক হিসেবে আজ সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অফিসে অনুষ্ঠিত এক বৈঠকের পর এ ঘোষণা দেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাকের সাথে কাজ করবেন দীর্ঘদিন বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা হাসিবুল।
মূলত হান্নান সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন হাসিবুল। হান্নান কোচিংয়ে যোগ দেওয়ায় গত মার্চ মাস থেকে এ পদটি শূন্য ছিল।
ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৫ টেস্টে ৬টি ও ৩২ ওয়ানডেতে ২৯ উইকেট নিয়েছেন হাসিবুল।
১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে কেনিয়ার বিপক্ষে ফাইনালে বাংলাদেশের জয়সূচক রানটি এসেছিল শান্তর ব্যাট থেকেই। ঐ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ১১ উইকেট নিয়েছিলেন তিনি।
১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন হাসিবুল।