শিরোনাম
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ২৬ সেপ্টেম্বর সিলেটে পুনরায় শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো সিলেটেই অনুষ্ঠিত হবে।
১৪ সেপ্টেম্বর এনসিএল শুরুর তিন দিন পর বৈরী আবহাওয়ার জন্য টুর্নামেন্টের দ্বিতীয় আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু- বগুড়া এবং রাজশাহীতে বৈরী আবহাওয়া
এবং বাজে আউটফিল্ডের কারণে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টি বিঘ্নিত ঐ ম্যাচে নির্ধারিত ৫ ওভারে ঢাকা মেট্রো ৭ উইকেটে হারায় রাজশাহীকে।
১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী ও বগুড়ায় টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল। এরপর প্লে-অফ এবং ফাইনালসহ বাকি ম্যাচগুলো সিলেটের দুই ভেন্যু- আউটার স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।