শিরোনাম
ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : মোহাম্মদ নবির ঝড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকাকে জয়ের জন্য ১৭০ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করে আফগানরা। মাত্র ২২ বলে ৬০ রান করেন নবি।
আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে দ্রুত রান তুলতে থাকেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আতাল। ২ ওভারে ২৬ রান যোগ করেন তারা। তৃতীয় ওভারে জোড়া ধাক্কা খায় আফগানিস্তান। গুরবাজ ২টি চারে ৮ বলে ১৪ এবং তিন নম্বরে নামা করিম জানাত ১ রানে পেসার নুয়ান থুসারার বলে আউট হন।
ভাল শুরু করেও পাওয়ার প্লেতে সাজঘরে ফিরেন ১৪ বলে ১৮ রান করা আতাল। এরপর মাঝের ওভারে ১৫ রানে ৩ উইকেট হারালে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় আফগানিস্তানের। ৬ উইকেটে ৭৯ রানে পরিণত হয় আফগানরা। এসময় দারউইশ রাসুলি ৯, আজমতুল্লাহ ওমারজাই ৬ ও ইব্রাহিম জাদরান ২৪ রানে আউট হন।
সপ্তম উইকেটে ৩০ বলে ৩৫ রানের জুটিতে আফগানিস্তানের রান ১শ পার করেন মোহাম্মদ নবি ও অধিনায়ক রশিদ খান। ২টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ২৪ রান করা রশিদকে শিকার করে জুটি ভাঙ্গেন থুসারা।
১৮তম ওভারের প্রথম ডেলিভারিতে রশিদ ফেরার পরের পাঁচ বল থেকে ৬ রান পায় আফগানিস্তান। ১৯তম ওভারে নবির ৩টি চারে ১৭ রান ওঠে।
স্পিনার দুনিথ ওয়েলালাগের শেষ ওভার থেকে পাঁচটি ছক্কায় ৩২ রান তুলেন নবি। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।
ইনিংসের শেষ বলে রান আউটের আগে ৩টি চার ও ৬টি ছক্কায় ২২ বলে ৬০ রান করেন নবি। মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অন্যপ্রান্তে ৬ রানে অপরাজিত থাকেন নূর আহমাদ। শ্রীলংকার থুসারা ১৮ রানে ৪ উইকেট নেন।