বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫

ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল থেকে বাদ ব্র্যাথওয়েট

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : সাবেক অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ছাড়াই আগামী মাসে ভারত সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

গত জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামেন ব্র্যাথওয়েট। ২০১১ সালের মে মাসে টেস্ট অভিষেকের পর দেশের হয়ে টানা ৯০ টেস্ট খেলেছেন তিনি। দীর্ঘ আট বছর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলকে নেতৃত্বও দিয়েছেন ব্র্যাথওয়েট। 

তবে গেল দুই বছরেরও বেশি সময় ধরে ব্যাট হাতে বাজে সময় পার করছেন ব্র্যাথওয়েট। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে সর্বশেষ সেঞ্চুরি করেন তিনি। সর্বশেষ ৩৬ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরি ছিল তার। তাই বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়লেন এই ডান-হাতি অভিজ্ঞ ব্যাটার। 

ব্র্যাথওয়েটের সাথে বাদ পড়েছেন কেসি কার্টি, জোহান লেইন ও মিকাইল লুইস।

দলে ফিরেছেন ব্যাটার অ্যালিক আথানাজে। এ বছরের জানুয়ারিতে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি। ২০২৩ সালে অভিষেকের পর ১৩ ম্যাচে ৬২৭ রান করেছেন আথানাজে। 

দীর্ঘ দিন পর টেস্ট দলে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার শিবনারাইন চান্দারপলের ছেলে তেজনারাইন চন্দরপল। ২০২২ সালের নভেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। গেল বছরের জানুয়ারিতে সর্বশেষ লাল বলে খেলেছেন তিনি। ১০ টেস্টে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৫৬০ রান করেছেন তেজনারাইন। 

প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেয়েছেন স্পিনার খ্যারি পিয়ের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার।

আহমেদাবাদে অগামী ২ অক্টোবর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। 

দিল্লিতে ১০ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ দল : রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, আলিক আথানেজ, জন ক্যাম্পবেল, তেজনারাইন চন্দরপল, জাস্টিন গ্রেভস, শাই হোপ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এন্ডারসন ফিলিপ, খ্যারি পিয়ের ও জেইডেন সিলেস।