শিরোনাম
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অধিনায়ক জ্যাক বেথেলের রেকর্ড গড়া ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ইংল্যান্ড। এ ম্যাচে টস করতে নেমে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন বেথেল। ১৮৮৯ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে ২৩ বছর ১৪৪ দিন বয়সে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন মন্টি বাউডেন। ২১ বছর ৩২৯ দিন বয়সে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে রেকর্ড ভাঙলেন বেথেল।
গতরাতে ডাবলিনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ১৯৬ রান করে আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৯ রান পায় আইরিশরা। দুই ওপেনার রস অ্যাডায়ার ২৬ ও অধিনায়ক পল স্ট্রার্লিং ৩৪ রান করেন।
৬৭ রানের মধ্যে দুই ওপেনার ফেরার তৃতীয় উইকেটে ৬৮ বলে রেকর্ড ১২৩ রানের জুটি গড়েন লর্কান টাকার ও হ্যারি টেক্টর। টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেটে আইরিশদের সর্বোচ্চ রানের জুটি এটি।
রেকর্ড জুটির গড়ার পথে হাফ-সেঞ্চুরি করেন টাকার ও টেক্টর। ৩টি চার ও ৪টি ছক্কায় ৩৬ বলে ৫৫ রানে আউট হন টাকার। তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলেন টেক্টর। ২ ছক্কা ও ৬ চারে ৩৬ বলে অপরাজিত ৬১ রান করেন টেক্টর।
জবাবে মাত্র ২৮ বলে উদ্বোধনী জুটিতে ৭৪ রান তুলেন ফিল সল্ট ও জশ বাটলার। ১০ বলে ২৮ রানে বাটলার থামলেও ইংল্যান্ডকে লক্ষ্যের দিকে একাই টেনেছেন সল্ট। মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে দলের জয় থেকে ১৬ রান দূরে থাকতে আউট হন তিনি। ১০টি চার ও ৪টি ছক্কায় ৪৬ বলে ৮৯ রান করেন গেল সল্ট। গেল সপ্তাহে ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬০ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সল্ট।
দলীয় ১৮১ রানে সল্ট ফেরার পর ১৪ বল বাকী থাকতে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ম্যাচ সেরা হন সল্ট।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।