শিরোনাম
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ভারতের পর দ্বিতীয় ও শেষ দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। গতকাল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান ৪১ রানে হারিয়েছে আরব আমিরাতকে। এতে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে সুপার ফোরের টিকিট পায় পাকিস্তান।
সমানসংখ্যক ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে এশিয়া কাপ শেষ করল স্বাগতিক আরব আমিরাত। ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে আগেই সুপার ফোর নিশ্চিত করে ভারত। গ্রুপের আরেক দল ওমান ২ ম্যাচের ২টিতে হেরে আগেই এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত ও ওমান।
দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকীর বলে সাইম আইয়ুব শূন্য ও শাহিবজাদা ফারহান ৫ রানে আউট হন। বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচে খালি হাতে আউট হয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন সাইম।
তৃতীয় উইকেটে ৫১ বলে ৬১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে উঠেন ফখর জামান ও অধিনায়ক সালমান আঘা। ২০ রান করা আঘার বিদায়ে ভাঙ্গে জুটি। মারমুখী ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে ১৩তম হাফ-সেঞ্চুরি তুলেই বিদায় নেন জামান। ২টি চার ও ৩টি ছক্কায় ৩৬ বলে ৫০ রান করেন তিনি।
দলীয় ৮৬ রানে জামান ফেরার পর দ্রুত তিন ব্যাটারকে হারালে ৭ উইকেটে ১১০ রানে পরিণত হয় পাকিস্তান। এতে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় তাদের।
তবে শেষ দিকে মোহাম্মদ হারিস ও শাহিন শাহ আফ্রিদির দায়িত্বশীল ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করে পাকিস্তান।
হারিস ১৪ বলে ১৮ রানে আউট হলেও ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন আফ্রিদি। তার অনবদ্য ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা ছিল। আরব আমিরাতের জুনায়েদ ১৮ রানে ৪ উইকেট নেন।
জবাবে পাওয়ার প্লেতে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে আরব আমিরাত। দলকে চাপমুক্ত করতে চতুর্থ উইকেটে ৫১ বলে ৪৮ রানের জুটি গড়েন রাহুল ধ্রুব পারাসার। দলীয় ৮৫ রানে পারাসারকে থামিয়ে জুটি ভাঙ্গেন হারিস রউফ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয় আরব আমিরাত।
চোপড়া সর্বোচ্চ ৩৫ এবং পারাসার ২০ রান করেন। আফ্রিদি-হারিস ও আবরার ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আফ্রিদি।