শিরোনাম
ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের তানজিদ হাসান-জাকের আলি ও তানজিম হাসানের।
আজ আইসিসি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী।
এ সপ্তাহে চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে রানের খাতা খুলতে না পারলেও আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ৩১ বলে ৫২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তানজিদ। এই ইনিংসের সুবাদে ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ৫৬৬ রেটিং নিয়ে ৩৫তম স্থানে উঠেছেন তানজিদ।
র্যাংকিংয়ে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে থাকা তানজিদের সাথে উন্নতি হয়েছে জাকেরের।
এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ৪১ ও আফগানিস্তানের বিপক্ষে ১২ রানে অপরাজিত থাকেন জাকের। এতে তিন ধাপ এগিয়ে ৫০৮ রেটিং নিয়ে ৫৭তম স্থানে উঠেছেন জাকের।
এশিয়া কাপে দুই ম্যাচ খেলে ৩ উইকেট শিকার করেছেন তানজিম। বোলারদের তালিকায় উন্নতি হয়েছে তারও। ৫৩২ রেটিং নিয়ে পাঁচ ধাপ এগিয়ে ৪২তম স্থানে উঠেছেন তানজিম।
তবে অবনতি হয়েছে মুস্তাফিজুর রহমান, মাহেদি হাসান ও তাসকিন আহমেদের। চার ধাপ পিছিয়ে ফিজ ১৫তম স্থানে, দুই ধাপ পিছিয়ে মাহেদি ২১তম স্থানে এবং পাঁচ ধাপ পিছিয়ে ৩০তম স্থানে নেমে গেছেন তাসকিন।
এদিকে ভারতের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠলেন বরুণ। এর আগে জসপ্রিত বুমরাহ ও রবি বিষ্ণোই শীর্ষে উঠেছিলেন।
নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফিকে টপকে তিন ধাপ এগিয়ে ৭৩৩ রেটিং নিয়ে শীর্ষে উঠেন বরুণ। গত মার্চে শীর্ষে উঠেছিলেন ডাফি। এক ধাপ পিছিয়ে ৭১৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন ডাফি।