বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫১

বৈরী আবহাওয়ার কারণে এনসিএল টি-টোয়েন্টির স্থগিত

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বৈরী আবহাওয়ার কারণে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আজ স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) টেকনিক্যাল কমিটি।

টেকনিক্যাল কমিটির এক সদস্য জানিয়েছেন, টুর্নামেন্ট পুনরায় শুরুর বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

টুর্নামেন্ট শুরুর মাত্র তিনদিন পরই আবহাওয়ার কারণে  স্থগিত করা হয়েছে। এই তিন দিনে মাত্র একটি ম্যাচ হয়েছে। সেটিও আবার মাত্র পাঁচ ওভার করে। বাকি পাঁচটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তর করে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তারপরও কোনো ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি।

রাজশাহী এবং বগুড়ায় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত একই সাথে টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের কথা ছিল । প্লে¬অফ এবং ফাইনালসহ বাকি ম্যাচগুলো সিলেটের দুই ভেন্যু- আউটার স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।