বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯

সুপার ফোর নিশ্চিতের লড়াইয়ে কাল মুখোমুখি পাকিস্তান-আরব আমিরাত

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে সুপার ফোর নিশ্চিতের লড়াইয়ে কাল মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দল দুটি। এ ম্যাচে বিজয়ী দল  গ্রুপের দ্বিতীয় ও শেষ দল হিসেবে সুপার ফোরের টিকিট পাবে। এই গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচটি।

ওমানের বিপক্ষে ৯৩ রানের বড় জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে পাকিস্তান। বড় জয়ের পর গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে পরাজিত হয় পাকিস্তান।

প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। ৯ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায় তারা। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১২৮ রানের টার্গেট ৩ উইকেট হারিয়ে ও ২৫ বল হাতে রেখে জিতে নেয় ভারত।

২ ম্যাচ থেকে ২ পয়েন্ট পাওয়ায় সুপার ফোরের টিকিটের জন্য আরব আমিরাতের সামনে বাঁচা-মরার লড়াইয়ে নামতে হচ্ছে পাকিস্তানকে। এই পরীক্ষায় উতরে যাওয়ার ব্যাপারে আশাবাদী দলের অধিনায়ক সালমান আগা, ‘ভারতের বিপক্ষে ম্যাচে আমরা ব্যাটিং খারাপ করেছি। আরব আমিরাতের বিপক্ষে ব্যাটাররা জ্বলে উঠবে বলে আমি বিশ্বাস করি। বাঁচা-মরার লড়াইয়ে জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’

অন্যদিকে, ভারতের কাছে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পায় আরব আমিরাত। ওমানকে ৪২ রানে হারিয়ে প্রথমবারের মত সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখে তারা।

পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মত সুপার ফোরে খেলার স্বপ্ন পূরণ করতে চায় আরব আমিরাত। দলের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম বলেন, ‘আমাদের সামনে প্রথমবারের মত এশিয়া কাপের সুপার ফোরে খেলার সুযোগ। এই সুযোগ আমরা হাত ছাড়া করতে চাই না। পাকিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেট খেলেই সুপার ফোর নিশ্চিত করতে চাই আমরা।’

টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে পাকিস্তান-আরব আমিরাত। সবগুলোতেই জয় পেয়েছে পাকিস্তান।

পাকিস্তান : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

সংযুক্ত আরব আমিরাত : মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলি, হরষিত কৌশিক, জুনাইদ সিদ্দিকি, মতিউল্লাহ খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মাদ জোহাইব, রাহুল চোপরা (উইকেটরক্ষক), রোহিদ খান, সিমরানজিত সিং, সগির খান।