শিরোনাম
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বৃষ্টির কারণে আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টির দু’টি ম্যাচই পরিত্যক্ত হয়েছে।
বৃষ্টির কারণে বগুড়া থেকে ভেন্যু পরিবর্তন করে একটি ম্যাচ রাজশাহীতে সরিয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্ট কমিটি। কিন্তু সেই বৃষ্টিতেই পরিত্যক্ত রাজশাহীর ভেন্যুর ম্যাচ।
রাজশাহী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি ছিল বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যকার। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচ ছিল চট্টগ্রাম বিভাগ ও খুলনা বিভাগের মধ্যে।
ভারী বৃষ্টির কারণে এই দুই ম্যাচেরও টস করা সম্ভব না হলে পয়েন্ট ভাগাভাগি করেছে দলগুলো।
এনসিএল টি-টোয়েন্টির প্রথম দিন বগুড়ায় সিলেট বিভাগ ও রংপুর বিভাগের মধ্যকার একটি ম্যাচ বাতিল হয়।
তবে রাজশাহী স্টেডিয়ামে মাঠে নামার সুযোগ পেয়েছিল ঢাকা মেট্রো এবং রাজশাহী বিভাগ। কিন্তু খেলা হয়েছে মাত্র ৫ ওভার করে। ম্যাচে বৃষ্টি আইনে ৭ উইকেটে জয় পায় ঢাকা মেট্রো।