শিরোনাম
ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : তৃতীয়-চতুর্থ ওয়ানডের পর ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পঞ্চম ও শেষ ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এর মাধ্যমে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও ইংল্যান্ড দলের মধ্যকার পাঁচ ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হলো।
গত রাতে বেকেনহামে বৃষ্টির কারণে ম্যাচের টস করাই সম্ভব হয়নি। তবে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া তৃতীয় ও চতুর্থ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিল দু’দল। তৃতীয় ম্যাচে ১৮ ওভার ও চতুর্থ ম্যাচে ৪৫ ওভার খেলা হয়। তবে শেষ ম্যাচ টস ছাড়াই পণ্ড হয়েছে।
প্রথম ম্যাচে বাংলাদেশ ৮৭ রানে জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জয় পায় ৪ উইকেটে।