শিরোনাম
ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে আজ ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করেছে পাকিস্তান। সাহিবজাদা ফারহান দলের পক্ষে সর্বোচ্চ ৪০ এবং শাহিন শাহ আফ্রিদি ১৬ বলে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৩ রান করেন।
দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। ভারতীয় পেসার হার্ডিক পান্ডিয়ার শিকার হয়ে গোল্ডেন ডাক মারেন ওপেনার সাইম আইয়ুব।
দ্বিতীয় ওভারে পাকিস্তান শিবিরে আঘাত হানেন ভারতের আরেক পেসার জসপ্রিত বুমরাহ। মোহাম্মদ হারিসকে (৩) বিদায় করেন তিনি।
দলীয় ৬ রানে ২ উইকেট পতনের পর পাকিস্তানকে চাপমুক্ত করেন ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। তৃতীয় উইকেটে ৩৮ বলে ৩৯ রান যোগ করেন তারা। ১৭ রান করা জামানকে শিকার করে জুটি ভাঙ্গেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল।
এক ওভার পর পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকেও শিকার করেন প্যাটেল। ১২ বলে ৩ রান করে সালমান আউট হলে ৪ উইকেটে ৪৯ রানে পরিণত হয় পাকিস্তান।
এরপর ১৩তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে পাকিস্তানের বড় সংগ্রহের আশা শেষ করে দেন স্পিনার কুলদীপ যাদব। হাসান নাওয়াজ ৫ ও মোহাম্মদ নাওয়াজকে গোল্ডেন ডাক মারেন।
৬৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পরও ফারহানের সাথে ১৯ ও শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে ১৪ রানের জুটি গড়ে পাকিস্তানকে ১শ রানের কাছে নিয়ে যান ফাহিম আশরাফ। ফারহান ১টি চার ও ৩টি ছক্কায় ৪৪ বলে ৪০ এবং ফাহিম ১১ রানে থামেন।
শেষদিকে আফ্রিদির টনের্ডো ইনিংসে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানের সম্মানজনক সংগ্রহ পায় পাকিস্তান।
৪টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩৩ রান করেন আফ্রিদি। তার সাথে ২টি চারে ৬ বলে ১০ রান করেন সুফিয়ান মুকিম।
ভারতের কুলদীপ ৩টি, বুমরাহ ও প্যাটেল ২টি করে উইকেট নেন।