শিরোনাম
ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : রাঙ্গামাটি জেলায় শিশু-কিশোর-কিশোরীদের কারাতে বেল্ট প্রদান করা হয়েছে।
আজ বিকেল ৫টায় ফুরোমন কারাতে দো রাঙ্গামাটির আয়োজজনে জেলা কুমার সমিত রায় জিমনেশিয়াম হল রুমে অনুষ্ঠিত কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবগঠিত রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আবু সাদাৎ মো. সায়েম।
এ সময় ফুরোমন কারাতে দো রাঙ্গামাটির পরিচালক জশস্বী চাকমা, সাংবাদিক মনসুর আহম্মেদ, সংগঠনের সদস্য ছোটন চাকমাসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৯০ জন জন শিশু-কিশোর-কিশোরীকে বিভিন্ন ক্যাটাগরিতে কারাতের বেল্ট প্রদান করা হয়।