শিরোনাম
ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ওপেনার ফিল সল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডময় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। রান বিবেচনায় নিজেদের টি-টোয়েন্টিতে এটি সবচেয়ে বড় ব্যবধানে জয় ইংলিশদের।
গতরাতে ম্যানচেস্টারে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ইংল্যান্ডকে ১০০ রান এনে দেন দুই ওপেনার সল্ট ও জশ বাটলার। এরমধ্যে মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করেন বাটলার।
অস্টম ওভারের পঞ্চম বলে দলীয় ১২৬ রানে বিদায় নেন ৮টি চার ও ৭টি ছক্কায় ৩০ বলে ৮৩ রান করা বাটলার।
এরপর দ্বিতীয় উইকেটে জ্যাকব বেথেলকে নিয়ে ৪১ বলে ৯৫ এবং তৃতীয় উইকেটে ৩৭ বলে অবিচ্ছিন্ন ৮৩ রান যোগ করেন সল্ট। এতে ২০ ওভারে ২ উইকেটে ৩০৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মত কোন দল তিনশ রানের কোটা স্পর্শ করল। এর আগে জিম্বাবুয়ে ও নেপাল ৩শ রানের কোটা স্পর্শ করেছিল।
১৯ বলে হাফ সেঞ্চুরি ও ৩৯ বলে সেঞ্চুরি করেন সল্ট। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সল্ট। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ১৫টি চার ও ৮টি ছক্কায় ৬০ বলে অপরাজিত ১৪১ রান করে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি।
এছাড়া বেথেল ১৪ বলে ২৬ ও অধিনায়ক হ্যারি ব্রুক ২১ বলে ৪১ রান করেন। দক্ষিণ আফ্রিকার বিয়র্ন ফরচুন ৫২ রানে ২ উইকেট নেন।
জবাবে ইংল্যান্ডের বোলিং তোপে ইনিংসের ২৩ বল বাকী থাকতে ১৫৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
দলের হয়ে অধিনায়ক ও ওপেনার আইডেন মার্করাম সর্বোচ্চ ৪১, বিয়র্ন ফরচুন ৩২ ও ট্রিস্টান স্টাবস-ডোনোভান ফেরেইরা ২৩ রান করে করেন।
ইংল্যান্ডের জোফরা আর্চার ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন সল্ট।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি আইনে ১৪ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তাই ১-১ সমতা নিয়ে আগামীকাল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।