শিরোনাম
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : হংকংকে হারিয়ে ইতোমধ্যে দারুণভাবে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
গতরাতে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। টস জিতে প্রথমে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। বাংলাদেশ বোলারদের দারুণ নৈপুণ্যে বড় স্কোর করতে পারেনি হংকং। ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করে তারা। বাংলাদেশের তিন বোলার তাসকিন আহমেদ-তানজিম হাসান ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।
জবাবে অধিনায়ক লিটন দাসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ১৪ বল বাকী থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৪৭ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ৭০ বলে ৯৫ রানের জুটিতে বাংলাদেশের জয়ের ভিত গড়েন লিটন ও তাওহিদ হৃদয়।
জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন ৩৩ বলে হাফ-সেঞ্চুরি করা লিটন। ৬টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৫৯ রান করেন তিনি। ১ চারে ৩৬ বলে অপরাজিত ৩৫ রান করেন হৃদয়।
হংকংয়ে পর শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ। দলের পেসার তানজিম বলেন, ‘আমরা শ্রীলংকার বিপক্ষে জয় চাই। ম্যাচ জয় আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
শ্রীলংকাকে নিয়ে তানজিম আরও বলেন, ‘ তিন ফরম্যাটেই আমরা শ্রীলংকার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। তাদের সব খেলোয়াড়কেই আমরা ভালোভাবে জানি। আমরা শ্রীলংকার বিপক্ষে পরিকল্পনা নিয়ে খেলতে নামব। আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জয়ের জন্যই মাঠে নামব। অতীতে শ্রীলংকার বিপক্ষে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে।’
গত জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে শ্রীলংকা। টেস্ট ১-০, ওয়ানডে ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে হারে লংকানরা।
এশিয়া কাপের আগে জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচের ওয়ানডে ২-০ ব্যবধানে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলংকা। তাই সর্বশেষ দুই সিরিজের পারফরমেন্স বিবেচনায় এশিয়া কাপে ভাল করার ব্যাপারে আশাবাদী লংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা, ‘আমরা বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও, ঐ সিরিজে আমাদের পারফরমেন্স ভাল ছিল। এছাড়া জিম্বাবুয়ের মাটিতেও আমরা ভাল ক্রিকেট খেলেছি। তাই সর্বশেষ দুই সিরিজের পারফরমেন্স আমাদের এশিয়া কাপে সহায়ক হবে।’
টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ২০বারের দেখায় বাংলাদেশ ৮বার এবং শ্রীলংকা ১২বার জিতেছে।
বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।
শ্রীলংকা : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ডাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারুত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।