শিরোনাম
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পুরো মৌসুমের জন্য ম্যানচেষ্টার ইউনাইটেড ছাড়লেন ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানা।
ধারে তুরস্কের সুপার লিগের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দিয়েছেন ওনানা। গতকাল এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ।
গত দুই বছর বাজে পারফরমেন্সের কারণে ম্যান ইউর প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে নিজের জায়গা হারান ওনানা। ইনজুরির কারণে ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যান ইউর হয়ে তিন ম্যাচে একাদশে সুযোগ হয়নি ওনানার। সব ম্যাচ খেলেছেন তুরস্কের গোলকিপার আলতাই বায়িন্দির।
এই মৌসুমে ম্যান ইউর হয়ে মাত্র এক ম্যাচ খেলছেন ওনানা। লিগ কাপের সেই ম্যাচে টাইব্রেকারে গ্রিমসি টাউনের কাছে ১২-১১ গোলে হেরে যায় ম্যান ইউ। নির্ধারিত সময় ম্যাচটি ২-২ গোলে সমতা ছিল। ঐ ম্যাচে নিজের ভুলে দুই গোল হজম করেন ওনানা।
ইএসপিএনের খবর, ধারে দলবদল কোনো চুক্তিতে ফি নেই। এই ধারের সময় ওনানার পারিশ্রমিকের কোনো অংশ ম্যান ইউকে দিতে হবে না। ফলে পরের গ্রীষ্মেই আবারও ম্যান ইউতে ফিরতে পারবেন ওনানা।
৪ কোটি ৭২ লাখ পাউন্ডে ২০২৩ সালে এসি মিলান থেকে ম্যান ইউতে যোগ ২৯ বছর বয়সী ওনানা।