বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫০

বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে নিজেদের  শেষ ম্যাচে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবার শিরোপাধারী ব্রাজিল।

আজ সকালে বাছাই পর্বে ১৮তম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে ইকুয়েডরের কাছে এবং একই ব্যবধানে বলিভিয়ার কাছে হেরেছে ব্রাজিল।

ইকুয়েডরের মাঠে প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল হজম করে আর্জেন্টিনা। গোলটি করেন ভ্যালেন্সিয়া। শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়ার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।

ম্যাচের ৩১ মিনিটে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি। বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন ইকুয়েডরের মইসেস কাইসেদো। ফলে দশজন নিয়ে খেলেছে দু’দল।

এই হারের পরও ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলবে আর্জেন্টিনা। 

সমানসংখ্যক ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইকুয়েডর।

এদিকে প্রতিপক্ষ বলিভিয়ার মাঠে হেরেছে ব্রাজিলও। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল হজম করে ম্যাচ হারে ব্রাজিল। বলিভিয়ার হয়ে গোলটি করেন মিগুয়েল তেরসেরোসের। ২০১৯ সালের পর ঘরের মাঠে এই প্রথম ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে বলিভিয়া।

এই জয়ে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠে ২০২৬ সালের বিশ্বকাপের প্লে-অফে জায়গা করে নিয়ে বলিভিয়া। এই ম্যাচ হেরে যাওয়ায় দ্বিতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট পাওয়া ব্রাজিল।

এদিকে, স্ট্রাইকার লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে কলম্বিয়া ৬-৩ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। ম্যাচের ৪২, ৫০, ৫৯, ৬৭ মিনিটে চারটি গোল করেন সুয়ারেজ। কলম্বিয়ার হয়ে বাকি দুই গোল করেন ইয়েরি মিনা ও জন কর্ডোবা।

এই জয়ে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বাছাই পর্ব শেষ করল কলম্বিয়া।