শিরোনাম
ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ টি-টোয়েন্টিতে নিতে চায় ইংল্যান্ড।
কার্ডিফে কাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ইংল্যান্ড। টানা তিন সিরিজ হারের পর অবশেষে ২০২২ সালে জয়ের দেখা পায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় প্রোটিয়ারা।
তিন বছর পর আবারও ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বদ্ধপরিকর তারা।
টি-টোয়েন্টির আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। দলের অধিনায়ক আইডেন মার্করাম বলেন, ‘ঘরের মাঠে ইংল্যান্ড শক্তিশালী দল। তবে আমাদের লক্ষ্য সিরিজ জয়। সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই আমরা। ওয়ানডে সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে।’
দক্ষিণ আফ্রিকা কাছে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি ফরম্যাটে সাফল্যের ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজ হারের ক্ষত আমরা টি-টোয়েন্টি দিয়ে ভুলতে চাই। এজন্য আমাদের টি-টোয়েন্টি সিরিজ জিততে হবে। দলের সবাই টি-টোয়েন্টি সিরিজে সাফল্য পেতে মুখিয়ে আছে।’
টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ২৬বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা ১৩টি ও ইংল্যান্ড ১২টিতে জয় পেয়েছে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ইংল্যান্ড দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, জশ বাটলার, বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জেমি স্মিথ, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, লিয়াম ডওসন, উইল জ্যাকস, জেমি ওভারটন, রেহান আহমেদ, জোফরা আর্চার, সাকিব মাহমুদ, আদিল রশিদ, লুক উড।
দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশব মহারাজ, কুউনা মাফাকা, ডেভিড মিলার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, লুহান-ডি প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টাবস ও লিজাড উইলিয়ামস।