বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৭

লালমনিরহাটে বিএনপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমনিরহাট, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে লালমনিরহাটে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় পাটগ্রাম পৌর বিএনপি জয়লাভ করেছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় লালমনিরহাট শহরের শহীদ সোহরাওয়ার্দী মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে পাটগ্রাম উপজেলা বিএনপি ও পাটগ্রাম পৌর বিএনপি মুখোমুখি হয়। খেলায় পাটগ্রাম পৌর বিএনপি ২-১ গোলে জয়লাভ করে।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ সময় আসাদুল হাবিব দুলু বলেন, ‘খেলাধুলা কেবল বিনোদন বা শরীরচর্চার মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। বিএনপি বিশ্বাস করে, ক্রীড়াঙ্গনের বিকাশের মাধ্যমেই একটি সুস্থ, সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন সম্ভব।’

তিনি আরও বলেন, এ টুর্নামেন্ট তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং রাজনৈতিক-সামাজিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, জেলা পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম।

এছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।