শিরোনাম
ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : শনিবার নিউ ইয়র্কে ইউএস ওপেনের ফাইনালে আমান্ডা আনিসিমোভাকে সরাসরি সেটে পরাজিত করে শিরোপা জয় করেছে আরিনা সাবালেঙ্কা।
শিরোপা জয়ের পথে সাবালেঙ্কার পরিসংখ্যান :
১ম রাউন্ড : রেবেকা মাসারোভার (সুইজারল্যান্ড) বিপক্ষে ৭-৫, ৬-১ গেমে জয়ী
২য় রাউন্ড : পোলিনা কুডারমেটোভার (রাশিয়া) বিপক্ষে ৭-৬ (৭/৪), ৬-২ গেমে জয়ী
৩য় রাউন্ড : লেয়লাহ ফার্নান্দেজের (কানাডা) বিপক্ষে ৬-৩, ৭-৬ (৭/২) গেমে জয়ী
৪র্থ রাউন্ড : ক্রিস্টিনা বুসার (স্পেন) বিপক্ষে ৬-১, ৬-৪ গেমে জয়ী
কোয়ার্টার ফাইনাল : মারকেটা ভনড্রুসোভার (চেক প্রজাতন্ত্র) বিপক্ষে ওয়াকওভার
সেমিফাইনাল : জেসিকা পেগুলার (যুক্তরাষ্ট্র) বিপক্ষে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে জয়ী
ফাইনাল : আমান্ডা আনিসিমোভার (যুক্তরাষ্ট্র) বিপক্সে ৬-৩, ৭-৬ (৭/৩) গেমে জয়ী