শিরোনাম
ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জোড়া গোলে আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ রাঙালেন লিওনেল মেসি। আজ সকালে বিশ্বকাপ বাছাই পর্বে ১৭তম ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। ম্যাচে মেসি নিজে করেছেন ২ গোল।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দু’দিন আগেই আনুষ্ঠানিকভাবে মেসি জানিয়েছিলেন, ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচ খেলতে নামবেন। তাই বুয়েন্স এইরেসের মনুমেন্তালে এ ম্যাচের পুরো আলো ছিল মেসির ওপড়ই।
ম্যাচের প্রথম গোলও আসে মেসির পা থেকে। লিয়ান্দ্রো পারেদেসের লম্বা পসে বল পান হুলিয়ান আলভারেজ।
ডান প্রান্ত দিয়ে ভেনেজুয়েলার এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মাঝে দাঁড়ানো মেসিকে পাস দেন আলভারেজ। বল পেয়ে বাঁ-পায়ের চিপ শটে ভেনেজুয়েলার জালে বল পাঠান মেসি। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
ম্যাচের দ্বিতীয় গোলেও অবদান রাখেন মেসি। ৭৬ মিনিটে মেসির পাস থেকে বল পান গঞ্জালেজ। তার কাটব্যাকে ডাইভিং হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার লটারো মার্টিনেজ।
৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। আলমাদার পাসে পেনাল্টি বক্সের ভেতরে বল জালে পাঠান মেসি। ৮৯ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। কিন্তু অফসাইডে গোল বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
বাছাই পর্বে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের শীর্ষে থেকে আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে মেসি বলেন, ‘বিশ্বকাপ নিয়ে আগেও বলেছি, আমার মনে হয় না আরেকটি আসর খেলব। কারণ আমার বয়স। এটাই বাস্তবতা। ইতোমধ্যে আমরা আরেকটি বিশ্বকাপের কাছে চলে এসেছি। তাই আমি এটা খেলতে রোমাঞ্চিত ও অনুপ্রেরণা বোধ করছি। সবসময় আমি বলি, দিন ধরে এগিয়ে যাব, দেখব কেমন বোধ করি।’
তিনি আরও বলেন, ‘ভালো থাকার চেষ্টা করছি। সব কিছুর ওপরে, আমি নিজের কাছে সৎ আছি।
শারীরিকভাবে ভালো থাকলে আমি এটা উপভোগ করি। কিন্তু সেটা না হলে, সত্যি আমার সময় ভালো কাটে না। দেখা যাক সামনে কি হয়। বিশ্বকাপ নিয়ে এখনও আমি কোন সিদ্ধান্ত নেইনি।’
আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
এদিকে, আর্জেন্টিনার মত বিশ্বকাপ বাছাই পর্বে ১৭তম রাউন্ডে খেলতে নেমেছিল ব্রাজিলও। মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে চিলিকে। দলের হয়ে গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেটা ও ব্রুনো জিমারায়েস।
এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ১৭ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।