শিরোনাম
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। আজ ভারতের রাজগিরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে ৫ম-৮ম স্থান নির্ধারণী ম্যাচে কাজাখদের ৫-১ গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলার স্বপ্ন টিকে থাকলো বাংলাদেশের।
আগামী ৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে ৫ম-৬ষ্ঠ স্থানী নির্ধারনী ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। ঐ ম্যাচে জিততে পারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ বাছাইয়ের টিকেট পাবে।
আজকের ম্যাচে পেনাল্টি কর্ণার থেকে গোল করে ১০ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম।
দ্বিতীয় কোয়ার্টারে ২৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুন করেন আশরাফুল। ফিল্ড গোলে ২৮ মিনিটে ব্যবধান ৩-০’তে নিয়ে যান রোমান সরকার।
বিরতির পর দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্ণার থেকে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন রোমান। ৩৪ মিনিটে তৈয়ব আলি ফিল্ড গোলে বাংলাদেশকে ৫-০ গোলের লিড উপহার দেন। ৩৮ মিনিটে এইতকালিইয়েভ কাজাখদের হয়ে এক গোল পরিশোধ করেন।