শিরোনাম
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এসিসি পুরুষ এশিয়া কাপের জন্য অংশগ্রহণকারী সব দেশ তাদের দল ঘোষনা সম্পন্ন করেছে। এবারের আসরে আটটি দল অংশ নিচ্ছে। সাত দল আগেই তাদের দল ঘোষনা করলেও বাকি ছিল শুধুমাত্র স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আজ তারা শেষ দল হিসেবে স্কোয়াড চূড়ান্ত করেছে।
আগামী ৯-২৮ সেপ্টেম্বর আরব আমিরাতের দুটি ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আবু ধাবী শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এবারের এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আবু ধাবীতে ২৩ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচসহ আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে দুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ। এর মধ্যে রয়েছে গ্রুপ পর্বে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের মধ্যকার হাই প্রোফাইল ম্যাচ।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ও বাংলাদেশ সময় রাত ৮ টায় প্রতিদিন ম্যাচ শুরু হবে। শুধুমাত্র ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত বনাম ওমানের ম্যাচটি বিকেল ৪টায় শুরু হবে।
৯ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
আটটি দল দুই গ্রুপের বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নিবে। দলগুলো হলো গ্রুপ-এ : ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত এবং গ্রুপ-বি : শ্রীলংকা, আফগানিস্তান, বাংলাদেশ ও হংকং।
স্কোয়াড :
গ্রুপ-এ :
পাকিস্তান : সালমান আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
ভারত : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিশেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, আক্সার প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরা, অর্শদীপ সিং, বরুন চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হারশিত রানা, রিংকু সিং।
সংযুক্ত আরব আমিরাত : মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলি, হারশিত কৌশিক, জুনায়ের সিদ্দিকি, মতিউল্লাহ খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মাদ জোহাইব, রাহুল চোপরা (উইকেটরক্ষক), রোহিদ খান, সিমরানজিত সিং, সগির খান।
ওমান : জতিন্দর সিং (অধিনায়ক), হামাদ মির্জা, ভিনায়েক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিষ ওডেডেরা, আমির কলিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশটে, কারান সোনাভেল, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলি শাহ, ফয়সাল শাহ, মোহাম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সামায় শ্রীবাস্তব।
গ্রুপ-বি :
আফগানিস্তান : রশিদ খান (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, ডারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শারাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিক উর রহমান, এএম গাজানফার, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন-উল-হক, ফাজালহক ফারুকি।
বাংলাদেশ : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।
হংকং : ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিশান আলি (উইকেটরক্ষক), শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), নিয়াজাকাত খান মোহাম্মদ, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, আনশুমান রাথ, এহসান খান, কালহান মার্ক, আয়ুশ আশিষ শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ।
শ্রীলংকা : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ডাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারুত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।