শিরোনাম
মুন্সীগঞ্জ ৩ সেপ্টেম্বর ২০২৫ ( বাসস ) : মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৫ মিরকাদিম পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে।
আজ বুধবার বিকেলে মুন্সীগঞ্জে শহীদ বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফাইনাল খেলায় মিরকাদিম পৌরসভা ট্রাইবেকারে ৪-২ গোলে মুন্সীগঞ্জ পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্লাহ , স্থানীয় সরকারের উপ পরিচালক মৌসুমী মাহবুব, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শেখ মোঃ নাছির উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র।
টুর্নামেন্টে জেলার ৬টি উপজেলা এবং ২ টি পৌরসভা অংশ গ্রহন করে।