বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৮

ম্যানচেস্টার সিটি থেকে গুনডোগানকে দলে নিল গ্যালাতাসারে

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফ্রি ট্রান্সফার সুবিধায় ম্যানচেস্টার সিটি থেকে জার্মান মিডফিল্ডার ইকে গুনডোগানকে দলে ভিড়িয়েছে টার্কিশ জায়ান্ট গ্যালাতাসারে। উভয় ক্লাবের পক্ষ থেকে চুক্তির এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

৩৪ বছর বয়সী গুনডোগান ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত টার্কিশ চ্যাম্পিয়ন গ্যালাতাসারেতে থাকবেন।

সিটির হয়ে দুই মেয়াদে ৩৫৮ ম্যাচ খেলে ৬৫ গোল করা গুনডোগান বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি সবসময়ই আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা ধরে রাখবে। সিটির সময়গুলো আমার দারুন কেটেছে। বেশ কিছু মুহূর্ত আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে অধিনায়ক হিসেবে ট্রেবল জয়ী মৌসুমটা ছিল দুর্দান্ত। প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জয় আমার কাছে সত্যিই বিশেষ কিছু। কিন্তু ততদিনে এই ক্লাবটির প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ও নিশ্চিত হয়েছে। তাও আবার এই ইস্তাম্বুলেই। এই স্মৃতি আজীবন আমার মনে গেথে থাকবে। ম্যানচেস্টার সিটি ভবিষ্যতে আরো সাফল্য অর্জন করবে, এতে কোন সন্দেহ নেই। সেই দিনগুলো নিশ্চিতভাবেই আমি দুর থেকে উপভোগ করবো।’

জার্মানীতে জন্ম নেয়া গুনডোগানের বাবা-মা টার্কিশ। ২০১৬ সালে প্রথমবারের মত পেপ গার্দিওলার সিটিতে তিনি যোগ দিয়েছিলেন। সাত বছর কাটানোর পর ২০২৩ সালে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন। এরপর আবারো গত বছরের আগস্টে সিটিতে ফিরে আসেন। গত মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছেন ৩৩ ম্যাচ। গার্দিওলার দল তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল।

২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও গুনডোগান সিটির জার্সিতে পাঁচবার প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছেন। এর আগে তিনি বোখাম, নুরেমবার্গ ও বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন। ২০১২ সালে ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগা শিরোপাও জয় করেছিলেন।

সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটির সাফল্যের আরেকটি নাম ইকে গুনডোগান। আমরা এখানে তার অবদান কখনো ভুলবো না।’

চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা গ্যালাতাসারে এক বিবৃতিতে বলেছে, ‘যে চুক্তিটি গুনডোগানের সাথে স্বাক্ষরিত হয়েছে তার মেয়াদ ২০২৬/২৭ সালের জুন পর্যন্ত।’

৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জার্মান জাতীয় দলের অধিনায়ক গুনডোগান তুরষ্কে জাতীয় দলের সতীর্থ লেরয় সানের সাথে যোগ দিয়েছেন।