বাসস
  ৩১ আগস্ট ২০২৫, ১৬:৩০

সাইম-হাসানের ব্যাটিং নৈপুন্যে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ঢাকা, ৩১ আগস্ট ২০২৫ (বাসস) : দুই ব্যাটার সাইম আইয়ুব ও হাসান নাওয়াজের ব্যাটিং নৈপুন্যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান।

গতরাতে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৩১ রানে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। সাইম ৬৯ ও হাসান ৫৬ রান করেন। ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্ট শুরু করলো আরব আমিরাত। 

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সতীর্থদের ব্যর্থতার মাঝে এক প্রান্তে আগলে মারমুখী মেজাজে রানের চাকা ঘুরিয়েছেন ওপেনার সাইম। ২৫ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। দলের রান ১শ পার করে সাজঘরে ফিরেন সাইম। ৭ চার ও ৪ ছক্কায় ৩৮ বলে ৬৯ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার। 

দলীয় ১০৪ রানে সাইম ফেরার পর পাকিস্তানের রানের চাকা সচল রাখেন পাঁচ নম্বরে নামা হাসান। ২৪ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেন তিনি। 

১৬তম ওভারে দলীয় ১৬১ রানে হাসান ফেরার পরও মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফের দৃঢ়তায় বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান। ২০ ওভারে সব উইকেট হারিয়ে ২০৭ রান করে তারা। হাসান ২ চার ও ৬ ছক্কায় ২৬ বলে ৫৬, মোহাম্মদ ১৫ বলে ২৫ ও ফাহিম ১০ বলে ১৬ রান করেন। আবর আমিরাতের জুনায়েদ সিদ্দিকি ও সাগীর খান ৩টি করে উইকেট নেন। 

২০৮ রানের টার্গেটে খেলতে নেমে ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে সংযুক্ত আরব আমিরাত। দলকে লড়াইয়ে ফেরাতে পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ছয় নম্বরে নামা আসিফ খান। ষষ্ঠ উইকেটে ধ্রুব পারাশারের সাথে ৩৬ বলে ৫৪ এবং সপ্তম উইকেটে সাগীরকে নিয়ে ১৮ বলে ৪৫ রান যোগ করেন আসিফ।

এরমধ্যে ২৫ বলে ষষ্ঠ হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। 

আসিফের লড়াকু ইনিংসের পরও হার এড়াতে পারেনি আরব আমিরাত। ৬টি করে চার-ছক্কায় আসিফের ৩৫ বলে ৭৭ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান তুলে হারের ব্যবধান কমায় স্বাগতিকরা। হাসান আলি ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন সাইম।

ফিরতি পর্বে ২ সেপ্টেম্বর আফগানিস্তানের এবং ৪ সেপ্টেম্বর আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান।