শিরোনাম
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : কোচ থমাস টাচেলের বিবেচনায় ইংল্যান্ড দলে জায়গা হয়নি ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের। তবে এ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রথমবারের জন্য দলে জাতীয় দলে ডাক পেয়েছেন এলিয়ট এ্যান্ডরসন ও ডিয়েড স্পেন্স।
গত মৌসুমের শেষে ইংল্যান্ডের সর্বশেষ দলের অংশ ছিলেন আলেক্সান্দার-আর্নল্ড। কিন্তু সেপ্টেম্বরের ম্যাচের জন্য টাচেল তাকে বিবেচনা করেননি। এই রাইট-ব্যাক গ্রীষ্মে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুর ছেড়ে ফ্রি ট্রান্সফার সুবিধায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। যদিও গত সপ্তাহে রিয়াল ওভিয়েডোর বিপক্ষে অভিজ্ঞ ডানি কারভাহালকে জায়গা করে দিতে আলেক্সান্দার-আর্নল্ডের রিয়ালের মূল একাদশে জায়গা হয়নি।
আলেক্সান্দার-আর্নল্ডের সাথে এভারটন উইঙ্গার জ্যাক গ্রীলিশের বাদ পড়া প্রসঙ্গে টাচেল বলেছেন, ‘প্রথমত আমরা আরো বেশী প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ স্কোয়াড গড়তে চেয়েছি। নি:সন্দেহে ট্রেন্ট ও জ্যাকের অনেক বড় ভক্ত আমি। কারন তাদের মধ্যে প্রতিভা ও ব্যক্তিত্ব রয়েছে। তারা অনেক বড় মাপের খেলোয়াড়। সবসময়ই তারা দলের আসার যোগ্যতা রাখে। আমি তাদের দুজনকেই ভালভাবে চিনি। তারা আবারো দলে ফিরতে মরিয়া হয়ে উঠবে, যা সত্যিই গুরুত্বপূর্ণ। সে কারনেই এখানে সবসময় একটি প্রতিযোগিতার ধারা বজায় থাকবে। এই মুহূর্তে তাদের কিছুটা ছন্দের প্রয়োজন রয়েছে।’
বাছাইপর্বের জন্য টাচেল ২৪ সদস্যের দল ঘোষনা করেছেন। এর মধ্যে নটিংহ্যাম ফরেস্টে মিডফিল্ডার এ্যান্ডরসন প্রথমবারের মত সিনিয়র দলে ডাক পেয়েছেন। গ্রীষ্ম জুড়ে এ্যান্ডারসন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যদিকে আলেক্সান্দার-আর্নল্ডের জায়গা পূরণ করতে দলে এসেছেন টটেনহ্যামের ফুল-ব্যাক স্পেন্স।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় খেলতে যাওয়া মার্কোস রাশফোর্ড ইনজুরির কারনে জুনের ম্যাচ থেকে বাদ পড়ার পর আবারো জাতীয় দলে ফিরেছেন।
টাচেলের দলে প্রথমবারের মত অন্তর্ভূক্ত হয়েছে এ্যাডাম হোয়ারটন। কিন্তু এই দলে জায়গা হয়নি কাইল ওয়াকার, ফিল ফোডেন ও ইভান টনির। হ্যারি ম্যাগুয়েরেকেও বিবেচনায় রাখেননি টাচেল। ইনজুরির কারনে ছিটকে গেছেন জুড বেলিংহাম, বুকায়ো সাকা, কোল পালমার ও লেভাই কলউইল।
বাছাইপর্বে ইংল্যান্ড দল :
গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, জেমস ট্র্যাফোর্ড, ডিন হেন্ডারসন
ডিফেন্ডার : রেসি জেমস, মার্ক গুয়েহি, জন স্টোনস, ড্যান বার্ন, এজরি কনসা, মাইলেস লুইস-স্কেলি, টিনো লিভরামেন্টো, ডিয়েড স্পেন্স
মিডফিল্ডার : এলিয়ট এ্যান্ডরসন, মরগান গিবস-হোয়াইট, জর্ডান হেন্ডারসন, এ্যাডাম হোয়ারটন, মরগান রজার্স, ডিক্লান রাইস
ফরোয়ার্ড : হ্যারি কেন, এবেরেজি এজে, জেরড বোয়েন, এ্যান্থনি গর্ডন, ননি মাদুয়েকে, মার্কোস রাশফোর্ড, ওলি ওয়াটকিন্স।