বাসস
  ৩০ আগস্ট ২০২৫, ১৭:০৩

মাদুশাঙ্কার হ্যাটট্রিকে নাটকীয় জয় শ্রীলংকার

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ আগস্ট ২০২৫ (বাসস) : বাঁ-হাতি পেসার দিলশান মাদুশাঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নাটকীয় জয়ের স্বাদ পেয়েছে শ্রীলংকা। 

গতরাতে অনুষ্ঠিত ম্যাচের শেষ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে ১০ রান দরকার ছিল জিম্বাবুয়ের। শেষ ওভারের প্রথম ৩ বলে ৩ উইকেট শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন মাদুশাঙ্কা। ঐ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ২ রান তুললে ৭ রানের হার বরণ করে নেয় জিম্বাবুয়ে।

হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৮ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। লংকানদের ইনিংসে দু’টি জোড়া সেঞ্চুরির জুটি হয়েছে। দ্বিতীয় উইকেটে ১০০ রান যোগ করেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও তিন নম্বরে নামা কুশল মেন্ডিস। ১২টি চারে নিশাঙ্কা ৭৬ ও কুশল ৩৮ রান করেন। 

১৬১ রানে পঞ্চম উইকেট পতনের পর ৮৩ বলে ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জানিথ লিয়ানাগে ও কামিন্দু মেন্ডিস। ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৭০ রান করেন লিয়ানাগে। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৫৭ রান করেন কামিন্দু।  

২৯৯ রানের টার্গেটে খেলতে নেমে স্কোর বোর্ড সচল হবার আগেই ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। চার বছর পর আন্তর্জাতিক ওয়ানডেতে খেলতে নেমে খালি হাতে ফিরেন ব্রেন্ডন টেইলর। 

তৃতীয় উইকেটে ওপেনার বেন কারান ও অধিনায়ক সিন উইলিয়ামসের ১১৮ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে উঠে জিম্বাবুয়ে। কারান ৭০ ও উইলিয়ামস ৫৭ রানে থামলে ১৬১ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। 

ষষ্ঠ উইকেটে শ্রীলংকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান সিকান্দার রাজা ও টনি মুনিয়োঙ্গা। তাদের ১১৫ বলে ১২৮ রানের জুটিতে জয়ের পথ খুঁজে পায় জিম্বাবুয়ে। শেষ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে ১০ রান দরকার পড়ে জিম্বাবুয়ের।

কিন্তু মাদুশাঙ্কার করা শেষ ওভারের প্রথম তিন বলে রাজা, ব্র্যাড ইভান্স ও রিচার্ড এনগারাভা সাজঘরে ফিরেন। এতে ওয়ানডেতে শ্রীলংকার অষ্টম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন মাদুশাঙ্কা।     

ম্যাচের শেষ ওভারে জিম্বাবুয়ে ৩ উইকেটের বিনিময়ে ২ রানের বেশি তুলতে না পারায় নাটকীয় জয়ের দেখা পায় শ্রীলংকা। ৫০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান করে জিম্বাবুয়ে।

৮টি চারে রাজা ৮৭ বলে ৯২ এবং ৫২ বল খেলে মুনিয়োঙ্গা ১ বাউন্ডারিতে অনবদ্য ৪৩ রান করেন। হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মাদুশাঙ্কা।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে শ্রীলংকা।