বাসস
  ২৮ আগস্ট ২০২৫, ২০:৪০

৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-১’এ যোয়ার হক শীর্ষে

ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-১ (ঢাকা শহর, বিভাগ, সংস্থা, বাহিনী ও বিশ্ববিদ্যালয়) এর অষ্টম রাউন্ডের খেলা শেষে ঢাকা সিটির ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধান সাত পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। 

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ৮ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। খেলোয়াড়রা হলেন : ঢাকা সিটির শেখ রাশেদুল হাসান, তাশরিক সায়হান শান, রায়ান রশিদ মুগ্ধ, নারায়ণগঞ্জের ফিরোজ আহমেদ, মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মাহাতবউদ্দিন আহমেদ, গোপালগঞ্জের আফজাল হোসেন সাচ্চু এবং টাঙ্গাইলের মোঃ জাকির হোসেন। 

ছয় পয়েন্ট করে নিয়ে ১২ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন : ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাসুম হোসেন, মোহাম্মদ শাকিল, তানভীর আলম, মোঃ মঞ্জুর আলম, ক্যান্ডিডেট মাস্টার মোঃ নাসিম হোসেন ভূঁইয়া, মুকিতুল ইসলাম রিপন, মোহাম্মদ মাসুদুজ্জামান চৌধুরী, আফনান জারিফ হক, সিয়াম চৌধুরী ও এম এম জহিরুল ইসলাম। 

আজ অষ্টম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধান মোহাম্মদ শাকিলকে, মোঃ নাসির হোসেন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজেদুল হক আয়ান রহমানকে, মোহাম্মদ মাসুদুজ্জামান চৌধুরী নীলয় দেবনাথকে, আফনান জারিফ হক মুহতাদি তাজওয়ার নাশিদকে, এম এম জহিরুল ইসলাম মোহাম্মদ এনায়েত হোসেনকে, তানভীর আলম সাফায়েত কিবরিয়া আজানকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ নাসিম হোসেন ভূঁইয়া আহনাফ রশিদ চৌধুরীকে ও মুকিতুল ইসলাম রিপন মোঃ মনিরুজ্জামান খানকে পরাজিত করেন। 

তাশরিক সায়হান শান ক্যান্ডিডেট মাস্টার মাহাতবউদ্দিন আহমেদের সাথে, আফজাল হোসেন সাচ্চু রায়ান রশিদ মুগ্ধর সাথে, ফিরোজ আহমেদ মোঃ জাকির হোসেনের সাথে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী মোঃ মঞ্জুর আলমের সাথে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেন সিয়াম চৌধুরীর সাথে ঐতিহ্য বড়ুয়া খন্দকার নজরে মাওলার সাথে ড্র করেন। 

আগামীকাল শুক্রবার বিকাল ৩.৩০ মিনিট হতে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।