বাসস
  ২৮ আগস্ট ২০২৫, ১৯:৫৭

টেইলরের ওয়ানডেতে প্রত্যাবর্তনে হ্যাটট্রিক সিরিজ জয়ের মিশন শ্রীলংকার

ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : চার বছর পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেইলর।

আগামীকাল থেকে শ্রীলংকার বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন টেইলর। শ্রীলংকার বিপক্ষে আট বছর পর সিরিজ জয়ের লক্ষ্য জিম্বাবুয়ের। অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের মিশন শ্রীলংকার।

হারারেতে বাংলাদেশ সময় দুপুুর দেড়টায় সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে।

২০২২ সালের জানুয়ারিতে আইসিসি দুর্নীতি দমন আইন ও ডোপিং নিয়ম ভঙ্গ করার কারণে তিন বছরের জন্য নিষিদ্ধ হন টেইলর। এ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন তিনি। এবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ফরম্যাটেও ফিরতে যাচ্ছেন টেইলর। 

টেইলরের ফেরা নিয়ে জিম্বাবুয়ে নির্বাচক কমিটির আহবায়ক ডেভিড মুতেন্ডেরা বলেন, ‘ব্রেন্ডনকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তার অভিজ্ঞতা এবং গুণমান অমূল্য, বিশেষ করে চাপের পরিস্থিতিতে। তার উপস্থিতি নিঃসন্দেহে ড্রেসিংরুমকে উজ্জীবিত করবে।’

২০০৪ সালে অভিষেকের পর দেশের হয়ে ২০৫ ওয়ানডেতে ১১টি শতক ও ৩৯টি অর্ধশতকে ৬৬৮৪ রান করেন টেইলর। ২০২১ সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়েতে প্রত্যাবর্তন টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৪৪ ও ৭ রান করেন টেইলর।

সর্বশেষ দুই ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হারিয়েছে শ্রীলংকা। ২০২২ ও ২০২৪ সালে তিন ম্যাচের সিরিজ ২-১ ও ২-০ ব্যবধানে জিতেছিল লংকানরা। এবার টানা তৃতীয়বারের মত ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ শ্রীলংকার। 

দলের সেরা লেগ স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের মিশনে নামবে শ্রীলংকা। গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন হাসারাঙ্গা। ফলে জিম্বাবুয়ে সফরের দলে সুযোগ পাননি তিনি। 

জিম্বাবুয়ে সিরিজে প্রথমবারের মত শ্রীলংকার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ব্যাটার পাভান রত্নানায়েকে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭৯ ম্যাচ খেলে ৬ সেঞ্চুরি ও ১০ হাফ-সেঞ্চুরিতে ২৫১০ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।  

এছাড়াও দেড় বছরেরও বেশি সময় ওয়ানডে দলে ফিরেছেন টপ-অর্ডার ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। 

২০১৭ সালে সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে। শ্রীলংকার মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে জয় পায় তারা। এখন পর্যন্ত ওয়ানডেতে ৬৪বার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও জিম্বাবুয়ে। এর মধ্যে লংকানদের জয় ৪৯ ম্যাচে এবং জিম্বাবুয়ের জয় ১২ ম্যাচে। পরিত্যক্ত হয় ৩ ম্যাচ।   

শ্রীলংকা দল : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, দুনিথ ওয়েলালাগে, মিলান রত্নায়েকে, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, আসিথা ফার্নান্দো, দুশমন্থ চামিরা এবং দিলশান মাদুশাঙ্কা।

জিম্বাবুয়ে দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ানডো, ওয়েসলি মাদভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনইয়ংগা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর ও সিন উইলিয়ামস।