শিরোনাম
ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : লস এ্যাঞ্জেলস এফসি’র (এলএএফসি) হয়ে মেজর লিগ সকারে শনিবার অভিষেক হয়েছে দক্ষিণ কোরিয়ান তারকা সন হেয়াং-মিনের। যদিও তার দল এলএএফসি জিততে পারেনি।
শিকাগোর বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে নেমে নিজের উপস্থিতির জানান দিয়েছেন সন।
৮১ মিনিটে সনের আদায় করা পেনাল্টি থেকে ডেনিস বুয়ানগা গোল করে এলএএফসিকে ড্র উপহার দেন। রেফারি পেনাল্টি না দিলেও ভিএআর পরীক্ষার পর স্পট কিকের নির্দেশ দেয়া হয়।
ম্যাচ শেষে সন বলেছেন, ‘ডি বক্সের ভিতর দুর্দান্ত একটি পাস ছিল। থ্রু বলটি ধরতে গিয়ে আমাকে ফাউল করা হয়। যদিও তিন পয়েন্ট না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছি। কিন্তু আমি মনে করি সবাই নিজেদের সাধ্যমত খেলার চেষ্টা করেছে। আমিও অভিষিক্ত হতে পেরে খুশী। আশা করছি খুব শিগগিরই গোল করতে পারবো।’
টটেনহ্যামের সাবেক এই খেলোয়াড় ৬১ মিনিটে মাঠে নামার পর বেশ কিছু শট নিয়েছেন। এর মধ্যে দ্বিতয়ার্ধের ইনজুরি টাইমে তার একটি শট প্রতিপক্ষ ডিফেন্ডার কোনমতে ব্লক করেন।
এর আগে গত বুধবার মেজর লিগ সকারের রেকর্ড ফি’তে প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম থেকে এলএএফসিতে যোগ দেন সন। টটেনহ্যামের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করেছেন দক্ষিণ কোরিয়ার এই অধিনায়ক।
আগামী ৩১ আগস্ট ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল সান দিয়েগোর বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত লস এ্যাঞ্জেলসের ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার সুযোগ পাচ্ছেন না সন।
কিন্তু গতকাল ফায়ারের সিটগিক স্টেডিয়ামে অনেক সমর্থকই সনের জার্সি পড়ে এসেছিলেন। তাদের হাতে ছিল দক্ষিণ কোরিয়ার পতাকা, একইসাথে বিভিন্ন ব্যানারের মাধ্যমে তারা সনকে মেজর লিগ সকারে স্বাগত জানিয়েছে। ৬১ মিনিটে ডেভিড মার্টিনেজের পরিবর্তে তিনি যখন মাঠে নামেন তখন স্কোরলাইন ছিল ১-১। ৭০ মিনিটে জোনাথন বাম্বা শিকাগোকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এর কিছুক্ষন পরেই সন পেনাল্টি আদায় করে নেন।