বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ২০:৩০

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে ডারউইনে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’

ফাইল ছবি

ঢাকা, ৯ আগস্ট ২০২৫ (বাসস) : টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আজ ডারউইনে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল।

২০২৪ সালে প্রথমবার এই সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। ঐ আসরে ফাইনালে এডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্স-আপ হয়েছিল দ্বিতীয় সারির বাংলাদেশ।

এবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। এই দলে নাইম শেখ, সাইফ হাসান, নাঈম হাসানের পাশাপাশি বেশ কিছু প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে।

১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। 

এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট বিগ ব্যাশের দল পার্থ স্কোরচার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স এবং ২৩ আগস্ট এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। 

২৪ আগস্ট সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে চারদিনের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। 

বাংলাদেশ ‘এ’ দল : নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।