বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ১৮:০০

বিশ্রামে জোসেফ; ফিরলেন শেফার্ড

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : পেসার আলজারি জোসেফকে বিশ্রামে রেখে বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে ফিরিয়ে এনে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।  

সদ্য শেষ হওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে ছিলেন জোসেফ। কাজের চাপ বিবেচনায় ওয়ানডে দলেও রাখা হয়নি তাকে। 

জোসেফের অনুপস্থিতিতে দলে নেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার জেডিয়া ব্লেডসকে। গত বছরের ডিসেম্বরে ওয়ানডে ফরম্যাটে অভিষেকের পর দল থেকে বাদ পড়েন তিনি।

সেন্ট কিটসে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচে ৬ ওভারে ৭৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ব্লেডস। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪টি টি-টোয়েন্টিতে ৩ উইকেট শিকার করেছেন তিনি। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে খেলেছেন শেফার্ড। বাংলাদেশ সিরিজে আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি তিনি। ৩ ম্যাচে ২৮ ওভার বল করে ১৬৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন শেফার্ড। এরপর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দলে সুযোগ পাননি।  

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ওয়েস্ট ইন্ডিজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাত্র ১টি ম্যাচ জিতলেই বাংলাদেশকে হটিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে উঠবে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র‌্যাংকিংয়ে শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে তাদের। বর্তমানে ৭৭ রেটিং নিয়ে টেবিলের দশম স্থানে আছে ক্যারিবীয়রা। 

আগামী ৯ আগস্ট থেকে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ক্যারিবীয়রা। 

য়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস ও রোমারিও শেফার্ড।