বাসস
  ০৪ আগস্ট ২০২৫, ২০:১১

এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা বিসিবির

ঢাকা, ৪ আগস্ট ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আজ ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, আগামী ৬ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পের জন্য খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে। ১৫ আগস্ট থেকে স্কিল অনুশীলন শুরু হবে। এরপর ২০ আগস্ট ক্যাম্পটি সিলেটে স্থানান্তরিত হবে।

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের।

এখনও ঐ সিরিজের সূচী ঘোষণা করেনি বিসিবি। তবে তিন ম্যাচের সিরিজটি ২৬ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

চলতি মাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ হবার কথা ছিল। কিন্তু এক বছরের জন্য ভারতের বাংলাদেশ সফর স্থগিত করা হয়। এজন্য এশিয়া কাপের প্রস্তুতির জন্য ডাচদের বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।

টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজের জন্য এটি হবে নেদারল্যান্ডসের প্রথম বাংলাদেশ সফর।

এশিয়া কাপের প্রাথমিক টি-টোয়েন্টি দল : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।