শিরোনাম
ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : নেদারল্যান্ডসের টিনএজ ডিফেন্ডার জোরেল হাতোকে আয়াক্স থেকে ৩৭ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে চেলসি। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ৬টি ম্যাচ খেলা হাতো সাত বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিয়েছেন।
১৯ বছর বয়সী হাতো গত মৌসুম শেষে অষ্টম খেলোয়াড় হিসেবে চেলসিতে যোগ দিলেন। কোচ এনজো মারসেকা এবার প্রিমিয়ার লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও শিরোপা জয়ের লক্ষ্যস্থির করেছেন। আর সেই লক্ষ্যেই স্কোয়াড শক্তিশালী করার প্রয়াসে ট্রান্সফার মার্কেটে চেলসিকে বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে।
সেন্ট্রাল ডিফেন্স অথকা লেফট-ব্যাক হিসেবে খেলতে পারদর্শী হাতো বলেছেন, ‘আমি সত্যিই দারুন উত্তেজিত। এখানে আসতে পেরে দারুন খুশী। নিজের ভবিষ্যত নিয়ে আমি অনেক চিন্তা করেছি। ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে চাই। এক্ষেত্রে চেলসি আমার জন্য সেরা ক্লাব। সে কারনে আমি খুবই খুশী।’
২০১৮ সালে নিজ শহরের ক্লাব স্পার্টা রটারডাম থেকে আয়াক্সের একাডেমিতে যোগ দিয়েছিলেন হাতো। চার বছর পর মাত্র ১৬ বছর বয়সে প্রথম পেশাদার ক্লাব হিসেবে আয়াক্সের মূল দলের সাথে চুক্তিবদ্ধ হন। আয়াক্সের হয়ে ১১১ ম্যাচে করেছেন চার গোল। ২০২৩ সালে জিব্রালটারের বিপক্ষে বদলী খেলোয়াড় হিসেবে তার আন্তর্জাতিক অভিষেক হয়।
আগামী ১৭ আগস্ট ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি তাদের প্রিমিয়ার লিগ মিশন শুরু করবে।
হাতোকে দলে নেবার আগে ব্লুজরা এবারের গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোতে জেমি গিটেন্স, লিয়াম ডেলাপ, হুয়াও পেড্রো, মামাডু সার, ডারিও ইসুগো, এস্তেভাও উইলিয়ান ও কেন্ড্রি পায়েজকে দলে নিয়েছে।