বাসস
  ০৩ আগস্ট ২০২৫, ১৯:৩২

২০ বছর ইউনাইটেডে থাকতে চান আমোরিম

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : কোচ রুবেন আমোরিম বলেছেন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ২০ বছর থাকতে চান। একইসাথে তিনি একথাও জানিয়েছেন ইউনাইটেড ভবিষ্যতে একদিন আবারো ইংল্যান্ড ও ইউরোপে শিরোপা জয় করবে, এতে কোন সন্দেহ নেই। 

গত বছর নভেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডের দায়িত্ব নেবার পর প্রথম বছরের সময়টা খুব একটা ভাল যায়নি। এবারই প্রথমবারের মত পূর্ণাঙ্গ মৌসুমের জন্য আমোরিমের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। 

স্যার এ্যালেক্স ফার্গুসনের পর ইউনাইটেডে কোন ম্যানেজারই তিন বছরের বেশী সময় টিকতে পারেনি। এই পর্তুগীজ কোচের সাথে ইউনাইটেডের ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে, সাথে আরো এক বছর চুক্তি বাড়ানোরও শর্ত রয়েছে। লম্বা সময় ধরেই তিনি ইউনাইটেডে থাকতে চান বলে স্পষ্ট ভাবে জানিয়েছেন আমোরিম।

এ সম্পর্কে আমোরিম বলেন, ‘আমি এখানে থাকতে চাই, ২০ বছর থাকতে চাই। এটাই আমার লক্ষ্য এবং আমি এটা সত্যিকার অর্থেই বিশ্বাস করি। কিছু একটা হবেই। এখানে যারা এসেছে সবার ক্ষেত্রেই হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমার নিজেকে সৌভাগ্যবান মনে হয়। ম্যানেজার হিসেবে আমার ক্যারিয়ারে বেশ কিছু সৌভাগ্যের দেখা পেয়েছি।

আমার পরিকল্পনা হচ্ছে ইউনাইটেডে আরো লম্বা সময় ধরে থাকার। কিন্তু সাথে সাথে এটাও আমরা জানি যে ফলাফলই সবকিছু নির্ধারণ করে দেয়। আমি জানি গত মৌসুমে আমি সব কৃতিত্ব ব্যবহার করতে চেয়েছি। তবে নতুন মৌসুমে একেবারে সতেজভাবে শুরু করতে আমি প্রস্তুত।’

গত মৌসুমে ইউনাইটেড ১৫তম স্থানে থেকে লিগ শেষ করেছিল। প্রিমিয়ার লিগের ইতিহাসে এত বাজে অবস্থানে ইউনাইটেড কখনই যায়নি। ৫০ বছরেরও বেশী সময় আগে দ্বিতীয় বিভাগে রেলিগেটেড হয়েছিল ইউনাইটেড। 

ফার্গুসনের অধীনে ইউনাইটেডে সর্বশেষ ২০১৩ সালে প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছিল। তারও বেশ কয়েক বছর আগে ২০০৮ সালে ফাইনালে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছিল। কিন্তু তারপর দীর্ঘ অপেক্ষার পর ইংল্যান্ড ও ইউরোপে কোন সাফল্য আসেনি। 

ওল্ড ট্র্যাফোর্ডে সেই সাফল্যগুলো আবারো ফিরে আসবে বলে আমোরিম আত্মবিশ্বাসী, ‘এতে কোন সন্দেহ নেই। কারন এটা এমন একটি বিষয় যা কেনা যায়না, এটা এই ক্লাবের কাছেই আছে, ঐতিহ্য, ইতিহাস, সমর্থক। আমাদের সেসবই আছে। আমি মনে করি বিষয়টা স্পষ্ট। এরপর আসে অর্থের বিষয়, সেটাও আমাদের আছে। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াই আমাদের কাছে অর্থ আছে। সে কারনে এটা বলাই যায় ভবিষ্যতে আমাদের কোন অর্থের অভাব হবেনা। এখন শুধু সাফল্য প্রয়োজন, যার জন্য আমাদের সবকিছু করতে হবে।

ক্লাবের প্রধান নির্বাহী ওমর বেরাডা ও সকলের সাথে কথা বললে জানা যাবে ভবিষ্যতে আরো অর্থলাভের জন্য তারা সব ধরনের পরিকল্পনা করে ফেলেছে। সে কারনে এখানে আমি কোন সমস্যা দেখছি না। এরপর আমাদের স্পষ্টভাবে নিজেদের সংষ্কৃতি নিয়ে চিন্তা করতে হবে। এই ক্লাবের অতীত ঐতিহ্য বেশ সমৃদ্ধ। সবকিছুকে মাথায় রাখতে পারলে আমরা আবারো নিজেদের হারানো অবস্থানে ফিরে যেতে বাধ্য। বিষয়টা একেবারেই স্পষ্ট।’ 

ইতোমধ্যে ড্রেসিংরুমের সমস্যা মোকাবেলায় সহায়তা করার জন্য আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডে একটি নতুন নেতৃত্ব দল তৈরি করেছেন। 

পর্তুগিজ কোচ ওল্ড ট্র্যাফোর্ডের সংস্কৃতি পরিবর্তন করাকে তার লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন এবং মার্কাস রাশফোর্ডকে বাদ দেওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-মৌসুম সফরের জন্য আলেহান্দ্রো গারাঞ্চোকে দল থেকে বাদ দেয়ার মতো বড় সিদ্ধান্ত নিয়েছেন।

৪০ বছর বয়মী আমোরিম ড্রেসিং রুম পরিচালনার জন্য ছয়জন খেলোয়াড়ের সাহায্যও নিয়েছেন। নতুন নেতৃত্বে দলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। এই দলে আরো রয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ, হ্যারি ম্যাগুয়েরে, দিয়োগো ডালট, নুসাইর মাজরাউই এবং টম হিটন।

‘আমি মনে করি সংস্কৃতির পরিবর্তন ম্যানেজারের চেয়ে ক্লাবের ব্যাপার,’ আমোরিম বলেন। ‘আমি একা সবকিছু করতে পারি না। এই বছর আমার মনে হয় আমার কাছে এটি করার জন্য আরও বেশি লোক আছে। আর আমাদের এখন একটি নেতৃত্ব দল আছে। এটি কেবল ব্রুনো, এটি কেবল হ্যারি নয়। এখন ছয়জন খেলোয়াড় রয়েছে। তারা দলের জন্য দায়ী। এমন কিছু জিনিস আছে যা গত বছরে আমাকে মোকাবেলা করতে হয়েছিল। আমি এই বছর তাদের বলেছি, তোমরা এগুলো মোকাবেলা করো। ছোট ছোট সমস্যা তোমাদের সাথেই আছে। তোমরাই দায়ী। এই সব ছোট ছোট পরিবর্তন, আমার মনে হয় এটা দলকে সাহায্য করছে।’

ক্লাবের পরিবেশ উন্নত করতে আমোরিম একাধিক নিয়ম চালু করেছেন -- টাইমকিপিং থেকে শুরু করে প্রশিক্ষণের তীব্রতা পর্যন্ত সবকিছু। এসম্পর্কে তিনি জোর দিয়ে বলেন যে তিনি খেলোয়াড়দের সাথে "শিশুদের মতো" আচরণ করার চেষ্টা করছেন না, তবে বলেছেন যে তার দাবি পূরণ না হলে দলের বাকি সদস্যদের সামনেই ডেকে সেই সমস্যার সমাধান করা হবে।’