বাসস
  ০৩ আগস্ট ২০২৫, ১৭:১৮
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২০:০৪

পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন পাওয়েল

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : কব্জির ইনজুরির কারনে পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ থেকে ছিটকে গেছেন রোভমান পাওয়েল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পাওয়েল এই ইনজুরি পড়েন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো পাওয়েলের বদলী কারো নাম ঘোষনা করা হয়নি।

৩২ বছর বয়সী পাওয়েল গত ২৬ জুলাই সেন্ট কিটসে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি২০’তে ফিল্ডিংয়ের সময় একটি ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি২০’তে আর খেলতে পারেননি। এরপর ৩১ জুলাই থেকে ফ্লোরিয়ার লডারহিলে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টি২০তেও তিনি দলে ছিলেন না। ঐ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে পরাচিত হয়।

গতকাল দ্বিতীয় টি২০তে আবারো পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে ক্যারিবীয়রা। এই ম্যাচেও পাওয়েল খেলতে পারেনি। আগামীকাল লডারহিলে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দুই দল ৮ আগস্ট থেকে ত্রিনিদাদ ও টোবাগোতে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে টারুবাতে উড়ে যাবে। ওয়ানডে স্কোয়াডে পাওয়েলের থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ২০২৩ সালে সর্বশেষ তিনি ওয়ানডে দলে খেলেছেন।