শিরোনাম
ঢাকা, ২ আগস্ট ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের কোচ হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
আজ এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম বলেন, ‘আমরা বরিশালের কোচ হিসেবে আশরাফুলকে নিয়েছি। নিজ থেকেই আগ্রহ দেখিয়েছে সে। অ্যাশ বলেছিল, সে কোচ হতে চায়। যেহেতু বরিশালের হয়ে সে দুই বছর খেলেছে তাই আমরা তাকে দলের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছি।’
ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যোগ দেন আশরাফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের সাথে কাজ করেন তিনি।
আকরাম জানান, ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জনের জন্য সাবেক খেলোয়াড়দের নিয়োগের চেষ্টা করা হচ্ছে।
আকরাম বলেন, ‘আশরাফুল দীর্ঘদিন বাংলাদেশের হয়ে খেলেছে। সেলিম, রোকন ও আফতাবের মত খেলোয়াড়রা আছে। আমরা তাদের সাথেও আলোচনা করব। তাদের ইচ্ছা হলে আমরা তাদেরকেও যুক্ত করব। যাতে আমাদের ক্রিকেটাররা তাদের মাধ্যমে উপকৃত হয়।’
আঞ্চলিক ক্রিকেট নিয়ে কথা বলেছেন আকরাম। তিনি জানান, খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে বিভিন্ন জেলায় কাজ করছেন তারা।
তিনি বলেন, ‘আমরা এবার চট্টগ্রামে একটি আঞ্চলিক টি-টোয়েন্টি আয়োজন করছি। যা ২৭ আগস্ট থেকে শুরু হবে। এই বিভাগে ১১টি জেলা আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি ঐ টুর্নামেন্ট থেকে দুই-তিনজন ভালমানের খেলোয়াড় পাই, তাহলে তারা চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে পারবে। এটি আমাদের বোর্ড সভাপতির পরিকল্পনা এবং সেভাবেই আমরা প্রথমবারের মত আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছি।’