বাসস
  ০২ আগস্ট ২০২৫, ১৮:০০
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ২০:৩৩

টটেনহ্যাম ছাড়ার ঘোষণা দিলেন সন

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : এবারের গ্রীষ্মে টটেনহ্যাম ছাড়ার ঘোষণা দিয়েছেন অধিনায়ক সন হেয়াং-মিন। এর মাধ্যমে উত্তর লন্ডনের ক্লাবটির সাথে এক দশকেরও বেশী সময়ের সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে সনের।

৩৩ বছর বয়সী এই দক্ষিণ কোরীয় তারকা ২০১৫ সালে বায়ার লেভারকুসেন থেকে প্রিমিয়ার লিগে যোগ দিয়েছিলেন। স্পার্সদের জার্সিতে খেলেছেন সাড়ে চারশরও বেশী ম্যাচ। 

গত মে মাসে তার নেতৃত্বে টটেনহ্যাম ইউরোপা লিগের শিরোপা জয় করে। ফর্মের তুঙ্গে থাকলেও টটেনহ্যামকে পুরো ক্যারিয়ারে বড় কোন শিরোপা উপহার দিতে পারেননি সন। পায়ের দীর্ঘ ইনজুরিও তাকে প্রায়ই সমস্যায় ফেলেছে। 

এই মুহূর্তে প্রাক-মৌসুম সফরে দক্ষিণ কোরিয়ায় রয়েছে টটেনহ্যাম। সাংবাদিকদের কাছে ক্লাব ছাড়া নিয়ে মন্তব্য করতে গিয়ে সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরু করার আগে আমি সকলের কাছে বলতে চাই এই গ্রীষ্মে আমি টটেনহ্যাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত গ্রহণে ক্লাব আমাকে যথেষ্ঠ সহযোগিতা করেছে।’

টটেনহ্যামের হয়ে সন ১৭৩ গোল করেছেন। টটেনহ্যাম ছাড়ার পর কোথায় যাচ্ছেন এসম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি সন। তবে ক্লাব ছাড়ার কথা বলতে গিয়ে সনকে বেশ আবেগি মনে হয়েছে। যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে তার যোগ দেবার গুঞ্জন রয়েছে। 

সন বলেন, ‘ক্যারিয়ারে এর থেকে কঠিন সময় আর আসেনি। চমৎকার স্মৃতি নিয়ে এখান থেকে যাচ্ছি। সব কিছুর পরও এই সিদ্ধান্ত নেয়াটা দারুন কঠিন ছিল। নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য এই মুহূর্তে আমার নতুন একটি পরিবেশ প্রয়োজন। আমার কিছুটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ১০ বছর লম্বা সময়। মাত্র ২৩ বছর বয়সে আমি উত্তর লন্ডনে এসেছিলাম। তখন বয়স অনেক কম ছিল। এখন একজন পরিণত মানুষ হিসেবে ক্লাব ছেড়ে যাচ্ছি। সত্যি নিজেকে দারুন গর্বিত মনে হচ্ছে।’

কোরিয়ান ভাষায় সন আরো বলেছেন ইউরোপীয়ান শিরোপা জয় ক্যারিয়ারের অন্যতম বড় একটি পাওয়া। ৪১ বছরের মধ্যে টটেনহ্যাম প্রথমবার ইউরোপীয়ান বড় কোন শিরোপা অর্জনের কৃতিত্ব দেখায়। এ সম্পর্কে তিনি বলেন, ‘ইউরোপীয়ান এই শিরোপা জয়ের পর মনে হয়েছে আমার পক্ষে যা কিছু অর্জন সম্ভব ছিল সেটাই আমি করে দেখিয়েছি। আমি অনেক সময় ব্যয় করেছি ভিন্ন পরিবেশে ফুটবল উপভোগ করতে চাই কিনা তা নিয়ে ভাবার জন্য এবং আমি বারবার নিজের সাথে এই কথোপকথন করেছি।"

জুনে ব্রেন্টফোর্ড থেকে কোচ হিসেবে টটেনহ্যামে যোগ দিয়েছেন থমাস ফ্র্যাংক। দক্ষিণ কোরিয়ান অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্র্যাংক বলেছেন, ‘আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই এই চমৎকার মানুষ ও খেলোয়াড়ের সাথে কাজ করার ইচ্ছা আমার সবসময়ই ছিল। সবদিক থেকেই তিনি স্পার্সদের একজন সত্যিকারের লিজেন্ড। ক্লাব এবং একইসাথে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা খেলোয়াড়। 

রোববার সিউলে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে টটেনহ্যাম। ঘরের মাঠের সমর্থকদের সামনে সন অন্যরকম ভাবেই উপস্থাপিত হবেন, এতে কোন সন্দেহ নেই।