বাসস
  ০২ আগস্ট ২০২৫, ১৭:২৭

হারের বৃত্ত ভেঙ্গে সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : হার দিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই ক্যারিবীয়দের। জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় পাকিস্তান। 

ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে হারে ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। 

ওপেনার সাইম আইয়ুব ৫টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন। ২৮ ও ২৪ রানের ছোট-ছোট ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন ফখর জামান ও হাসান নাওয়াজ।

জবাবে ৭২ রানের সূচনার পর ৩৮ রানে ৭ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম উইকেটে পাকিস্তানের সামনে প্রতিরোধ গড়ে তুলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে টিকিয়ে রাখেন জেসন হোল্ডার ও শামার জোসেফ। কিন্তু তাদের ২৩ বলে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটিতেও হার এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান করে ক্যারিবীয়রা। 

ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ রানের পাশাপাশি বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আইয়ুব। ম্যাচ জয়ের লক্ষ্যে ফিল্ডিং ও ব্যাটিংয়ে আরও উন্নতির কথা বললেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা। তিনি বলেন, ‘আমাদের বোলিং ভাল ছিল। তবে আমরা ফিল্ডিং এবং ব্যাটিং ভালো করতে পারিনি। এই দু’বিভাগে আমাদের আরও উন্নতি করতে হবে। ভুল থেকে আমাদের দ্রুত শিখতে হবে এবং মাঠে নিজেদের সেরাটা দিতে হবে।’

অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশের লজ্জা নিয়ে পাকিস্তানের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ প্রথম ম্যাচে হেরে যাওয়ায় হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ক্যারিবীয়রা। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় তারা। 

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, ‘এই উইকেটে ব্যাট করা চ্যালেঞ্জিং ছিল। তাই ব্যাটাররা ভাল করেনি। পরের ম্যাচেই ব্যাটাররা ভাল করতে মুখিয়ে আছে। এ ম্যাচে আমাদের জন্য জয় খুবই গুরুত্বপূর্ণ। সিরিজে টিকে থাকতে হলে তিন বিভাগেই ভাল ক্রিকেট খেলতে হবে।’

দ্বিতীয় ম্যাচ জিতলে সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে উঠার পথে এক ধাপ এগিয়ে যাবে আট নম্বরে থাকা পাকিস্তান। এ ম্যাচ জিতলে সপ্তম স্থানে থাকা শ্রীলংকার সমান ২৩২ রেটিং হবে পাকিস্তানের। এরপর শেষ ম্যাচ জিতলে সপ্তম স্থানে উঠবে তারা। 

পাকিস্তান দল : সালমান আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, অ্যালিক আথানাজে, জেদিয়াহ ব্লেডস, কেসি কার্টি, জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, গুডাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।