শিরোনাম
ঢাকা, ১ আগস্ট ২০২৫ (বাসস) : বোলারদের দারুণ নৈপুণ্যে বড় জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দল।
সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনেই আজ জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
বুলাওয়েতে ১৫৮ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৩১ রান করেছিল জিম্বাবুয়ে। ৭ উইকেট হাতে নিয়ে ১১৯ রানে পিছিয়ে ছিল তারা।
তৃতীয় দিন স্পিনার মিচেল স্যান্টনারের সাথে ম্যাট হেনরি ও উইল ও’রুর্কের বোলিং তোপে ১৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
ব্যাট হাতে জিম্বাবুয়ের হয়ে একাই লড়াই করেছেন সিন উইলিয়ামস। হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে থামেন তিনি। ৬টি চারে ৬৬ বলে ৪৯ রান করেন উইলিয়ামস।
এছাড়াও উইকেটরক্ষক টাফাদজোয়া সিগা ২৭, অধিনায়ক ক্রেইগ আরভিন ২২ ও ব্লেসিং মুজারাবানি ১৯ রান করেন।
বল হাতে অধিনায়ক স্যান্টনার ২৭ রানে ৪ উইকেট নেন। ৩টি করে উইকেট শিকার করেন হেনরি ও ও’রুর্ক।
জয়ের জন্য মাত্র ৮ রানের টার্গেট স্পর্শ করতে গিয়ে প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪ রান করে আউট হন ওপেনার ডেভন কনওয়ে।
এরপর তিন নম্বরে নামা হেনরি নিকোলসের বাউন্ডারিতে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত হয়।
প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের হেনরি।
আগামী ৭ আগস্ট থেকে এই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।