বাসস
  ০১ আগস্ট ২০২৫, ২০:১৩

জিয়া ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ছবি : সংগৃহীত

ঢাকা, ১ আগস্ট ২০২৫ (বাসস) : জিয়া ইন্টার ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 

জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে গত ২৮ জুলাই ১৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট শুরু হয়।  

গ্রুপ পর্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে ১-১ গোলে ড্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে ১১-০ গোলে জয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে ১-০ গোলে জিতে ‘বি’-গ্রুপ চ্যাম্পিয়ন হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 

কোয়ার্টার ফাইনালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্সকে ২-০ গোলে এবং  সেমিফাইনালে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ফাইনালে পাপ্পু ও লিমনের গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শামসুদ্দিন খান লিমন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা (৯টি গোল) হন একই বিশ্ববিদ্যালয়ের মো. তুহিন।

উল্লেখ্য,  তিন ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তুহিন।