শিরোনাম
ঢাকা, ১ আগস্ট ২০২৫ (বাসস) : ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে বৃষ্টি ও ইংল্যান্ডের বোলাররা। বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছে ৬৪ ওভার। আর ইংল্যান্ড বোলারদের তোপে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২০৪ রান করেছে ভারত। ব্যাট হাতে ভারতের হয়ে লড়াই করে ৫২ রানে অপরাজিত আছেন করুন নায়ার।
ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৮ রানে ২ উইকেট হারায় ভারত। দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ২ ও লোকেশ রাহুল ১৪ রানে আউট হন। তৃতীয় উইকেটে ৪৫ রানে জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন সাই সুদর্শন ও অধিনায়ক শুভমান গিল।
সুদর্শন ৩৮ ও গিল ২১ রানে আউট হন। ২১ রানের ইনিংস খেলার পথে ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স ও স্বদেশি সুনীল গাভাস্কারের রেকর্ড ভাঙেন গিল।
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রান করে সোবার্সের ৫৯ বছরের রেকর্ড ভাঙেন গিল। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৭২২ রান করেছিলেন সোবার্স।
এছাড়া ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানে গাভাস্কারের ৪৬ বছরের রেকর্ড ভাঙেন গিল। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ইতোমধ্যে ৭৪৩ রান করে ফেলেছেন গিল।
দলীয় ১০১ রানের মধ্যে সুদর্শন ও গিল ফেরার পর ভারতের রানের চাকা ঘুড়িয়েছেন নায়ার। রবীন্দ্র জাদেজা ৯ ও উইকেটরক্ষক ধ্রুব জুরেল ১৯ রানে থামলে টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি করেন নায়ার।
সপ্তম উইকেটে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন নায়ার। ৭টি চারে নায়ার ৫২ এবং সুন্দর ২ চারে ১৯ রানে অপরাজিত আছেন।