শিরোনাম
ঢাকা, ৩১ জুলাই ২০২৫ (বাসস) : টানা দুই ম্যাচ জয়ের পর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে প্রথম হারের দেখা পেল বাংলাদেশ দল।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়েছিল বাংলাদেশের যুবারা।
হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। জাওয়াদ আবরার ৭ ও রিফাত বেগ ৯ রানে আউট হন।
তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটিতে শুরুর চাপ কাটিয়ে উঠেন অধিনায়ক আজিজুল হাকিম ও রিজান হোসেন। ২টি চারে ১৭ রান করে রিজান ফিরলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন আজিজুল। ৫ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৫৯ রানে থামেন তিনি।
দলীয় ১১৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আজিজুল ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন কালাম সিদ্দিকি। কিন্তু অন্যপ্রান্ত দিয়ে সতীর্থরা যাওয়া-আসার মিছিল করলে ৪৪.৫ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
৩ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন কালাম। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জেসন রোলস ৩ উইকেট নেন।
জবাবে দলীয় ১৪ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট শিকার করেন পেসার আল ফাহাদ। মিডল অর্ডারে তিন ব্যাটারের দৃঢ়তায় ৩৬.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
দলের হয়ে আরমান মানাক ৫৭, রোলস ৪১ ও মুহাম্মদ বুলবুলিয়া ৩৯ রান করেন।
ফাহাদ ২৯ রানে ৩ উইকেট নেন। এছাড়াও ইকবাল হোসেন ও দেবাশিষ দেবা ১টি করে উইকেট শিকার করেন।
নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।